#কলকাতা: বিখ্যাত একটি ছবির সংলাপ ছিল আমদের জন্ম একবার, মৃত্যুও একবার, প্রেম ও বিয়ে সবই একবার ৷ জীবনে রিটেকের কোনও সুযোগই নেই ৷ একমাত্র জীবনে কী করে ? সব থেকে বেশি আনন্দ করা যায় সেই লক্ষ্যেই প্রতিটি মানুষ দৌড়ে চলেছে ৷ কে জানে কেই বা বলতে পারে এই দিন আর ফিরে আসবে কি না ?
আনন্দ ভাগ করলেই বাড়ে, জীবনে সব থেকে বেশি আনন্দ করার লক্ষ্যেই আমরা বাঁচি ৷ একটি বাচ্চা একটি হিন্দি গানের সঙ্গে তালেতাল মিলিয়ে নেচে যাচ্ছে ৷ সেই সঙ্গে এক মহিলাও ছোট্ট শিশুকে উৎসাহ দিতে অনবরত নেচে যাচ্ছে ৷
নাচের শৈলী বা ব্যাকরণ মেনে নাচেননি মহিলা এই কথা সত্যি কিন্তু তাঁর নিরন্তর নাচ ও অদম্য প্রয়াসের কাছে মানতেই হবে যে তিনি আনন্দ করতে জানেন ৷ আনন্দে বাঁচতে জানেন ৷ কেননা যেই সময় চলে যায় সেই সময় আর কখনই ফিরে আসেনা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Child, Eagerly dance, Lady