#কলকাতা: ‘এতটুকু বাসা করেছিনু আশা’… মানুষের জীবনের একান্ত বাসনা যেন লুকিয়ে রয়েছে এই শব্দগুলোর মধ্যে। জীবন ধারণের প্রাথমিক তিনটি চাহিদা অন্যতম হল বাসস্থান। আর সেই বাসস্থানের উপর ভরসা করে থাকে ভালবাসা। বাসস্থানই প্রকাশ করে রুচি। ইদানীং বাসগৃহকে ‘পারফেক্ট’ করে তুলতে বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে চলায় ভরসা রাখছেন মানুষ। সুপ্রাচীন এই শাস্ত্র বলে দেয়, কী ভাবে ঘর সাজালে জীবনে আসবে সুখ, মনে শান্তি আর বাড়িতে সমৃদ্ধি (Vastu Tips for Home)।
প্রত্যেকেই নিজের বাড়ির সুখ এবং শান্তি বজায় রাখার জন্য সব রকম চেষ্টা করেন। কিন্তু অনেক সময়ই গৃহ শান্তি বিঘ্নিত হয়। বাস্তুর খুব ছোট ছোট কিছু নিয়ম পারে সেই সব সমস্যার সমাধান করে দিতে। কয়েকটি নিয়ম মেনে চললেই জীবনের অনেক বাধা অতিক্রম করা যায়, যে কোনও কাজের ভাল ফল মেলে। দেখে নেওয়া যাক তেমনই কয়েকটি সহজ উপায়।
আরও পড়ুন-নতুন বাড়ি বাস্তু শাস্ত্র অনুযায়ী তৈরি হয়েছে তো? না হলে কিন্তু সৌভাগ্যের দ্বার খুলবে না
বাড়িতে শান্তি এবং সুখ বজায় রাখার জন্য বাস্তু টিপস-
1. বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির মূল ফটকে একটি স্বস্তিক বা ওম চিহ্ন রাখা যেতে পারে। এতে সর্বদা গৃহে সুখ শান্তি বজায় থাকে।
2. জ্যোতিষশাস্ত্র অনুসারে, বাড়ির উত্তর-পূর্ব দিকে জলের কলস রাখা শুভ বলে মনে করা হয়। উত্তর-পূর্ব কোণে কলস রাখলে ঘরে সুখ শান্তি বজায় থাকে।
3. বাস্তু অনুসারে, ড্রয়িংরুমে তাজা ফুলের তোড়া রাখলে বাড়িতে কখনও সুখ-শান্তির অভাব হয় না।
4. রান্নাঘরের কাছে কখনই পুজোর স্থান তৈরি করা উচিত নয়। এমনটা করলে ঘরের শান্তি নষ্ট হয়।
আরও পড়ুন-‘মাঙ্কি গেট’ বিতর্ক ভুলতে পারবেন না কেউই... সাইমন্ডসের মৃত্যুতে শোকস্তব্ধ হরভজন
5. বাস্তুশাস্ত্র মতে শোওয়ার ঘরে ঈশ্বরের ছবি বা কোনও ধর্মীয় ছবি রাখা শুভ নয়। এতে করে জীবনে শান্তির অভাব হয়।
6. ঠাকুর ঘরের কোনও দেওয়ালের লাগোয়া শৌচাগারর থাকা উচিত নয়। এ কারণেও গৃহশান্তি নষ্ট হতে পারে।
7. বাড়ির কোনও কোণা অন্ধকার রাখা উচিত নয়, এতে ঘরে অশান্তি তৈরি হতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Vastu tips, Vastu Tips 2022