Andrew Symonds-Harbhajan Singh: ‘মাঙ্কি গেট’ বিতর্ক ভুলতে পারবেন না কেউই... সাইমন্ডসের মৃত্যুতে শোকস্তব্ধ হরভজন

Last Updated:

ভাজ্জি এদিন ট্যুইট করেন, ‘‘অ্যান্ড্র সাইমন্ডসের মৃত্যুর খবর কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না ৷ খুব তাড়াতাড়ি চলে গেল ও ৷’’

File Photo
File Photo
মেলবোর্ন: সালটা ছিল ২০০৭-০৮ ৷ স্বপ্নের ফর্মে অ্যান্ড্র সাইমন্ডস ৷  বিশেষ করে শ্রীলঙ্কা, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে মাঠে নামলেই রান পাচ্ছেন অজি অলরাউন্ডার ৷ ৯ টেস্টে ৭৭৭ রান করেছিলেন সাইমন্ডস ৷ কিন্তু একইসঙ্গে জড়িয়ে পড়েছিলেন বিতর্কেও ৷ হরভজন সিংয়ের সঙ্গে সাইমন্ডসের সেই ‘মাঙ্কি গেট’ কাণ্ড, হয়তো কোনওদিনই কোনও ক্রিকেটপ্রেমী ভুলতে পারবেন ৷ ভাজ্জির সঙ্গে ভালোমতোই গণ্ডগোলে জড়িয়ে পড়েন সাইমন্ডস ৷
এই বিতর্কের পর সাইমন্ডস নেশাগ্রস্তও হয়ে পড়েন। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁর চুক্তি বাতিল করে। সে কারণে সাইমন্ডসের কেরিয়ার আচমকা শেষ হওয়ার জন্য অনেকে মাঙ্কি গেট কাণ্ডকেও দায়ী করেন।
advertisement
ঠিক কী ঘটেছিল ভারত-অস্ট্রেলিয়া ২০০৭-০৮ সালের সিরিজে ? ম্যাচ চলাকালীন হরভজন সিং এবং অ্যান্ড্রু সাইমন্ডসের মধ্যে ভালোমতোই কথা কাটাকাটি হয় ৷ সেখানে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, হরভজন সাইমন্ডসকে ‘বাঁদর’ বলেছেন ৷ এই মন্তব্যের জেরে গোটা ক্রিকেট দুনিয়া তোলপাড় হয় ৷ হরভজন সেদিন ঠিক কী বলেছিলেন, তা নিয়ে পরে অবশ্য নানা জল্পনা হয় ৷  সঠিকটা আজও সেভাবে জানা যায়নি ৷ হরভজনকে এর জন্য শাস্তিও পেতে হয় ৷
advertisement
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় সাইমন্ডসের সতীর্থ ছিলেন হরভজন।
advertisement
ভাজ্জি এদিন ট্যুইট করেন, ‘‘অ্যান্ড্র সাইমন্ডসের মৃত্যুর খবর কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না ৷ খুব তাড়াতাড়ি চলে গেল ও ৷ ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ ওঁর আত্মার শান্তির কামনা করি ৷’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Andrew Symonds-Harbhajan Singh: ‘মাঙ্কি গেট’ বিতর্ক ভুলতে পারবেন না কেউই... সাইমন্ডসের মৃত্যুতে শোকস্তব্ধ হরভজন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement