Valentines day 2023: প্রোপোজ ডে-তে আপনার মনের কথা 'এই' দূত পৌঁছে দেবে প্রিয়জনকে! শুধু জেনে রাখুন এই বিষয়গুলি
- Published by:Sayani Rana
- trending desk
Last Updated:
সম্পর্কে থাকতে গেলে হ্যাঁ বা না কিছু তো একটা জানতে হবে। তাই সহজ করে প্রস্তাবটা রেখে ফেলাই ভাল। আর সেটা যদি প্রোপোজ ডে-তে হয়, তা হলে তো কথাই নেই। বর্তমান প্রেক্ষাপটে WhatsApp ছাড়া প্রায় কোনও কাজই সম্পন্ন হয় না। তাই আধুনিক দূতীর কাজটাও তাকে দিয়েই করিয়ে নেওয়া যায়।
কলকাতা: আমি তোমায় বড় ভালোবাসি— সহজ একথা বলে ফেলা বড় কঠিন। কিন্তু না বলতে পারলেও তো স্বস্তি নেই। শুধু স্বস্তি নয়, রেহাই নেই। সম্পর্কে থাকতে গেলে হ্যাঁ বা না কিছু তো একটা জানতে হবে। তাই সহজ করে প্রস্তাবটা রেখে ফেলাই ভাল। আর সেটা যদি প্রোপোজ ডে-তে হয়, তা হলে তো কথাই নেই।
বর্তমান প্রেক্ষাপটে WhatsApp ছাড়া প্রায় কোনও কাজই সম্পন্ন হয় না। তাই আধুনিক দূতীর কাজটাও তাকে দিয়েই করিয়ে নেওয়া যায়। তবে সেক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখা প্রয়োজন।
খুব সঠিক সময়ে টেক্সট করা দরকার
advertisement
প্রেমের মানুষটি কখন খানিকটা অবসর পাচ্ছেন, তা আগে থেকে জেনে রাখা প্রয়োজন। সে সময় প্রস্তাব পাঠানোই সব থেকে ভাল। ধরে নেওয়া যেতে পারে তিনি রাতে খানিকটা অবসর পাবেন, ফলে সেটিই প্রোপোজাল টেক্সট পাঠানোর আদর্শ সময়।
advertisement
আরও পড়ুন- রোজ ডে থেকে ভ্যালেন্টাইন্স ডে, ডেটে যাবার আগে ত্বকে এক নিমেষে গোলাপি আভা পেতে ভরসা সেই গোলাপেই
সংক্ষিপ্ত বক্তব্য
দীর্ঘ বাক্যবিন্যাস, অযথা কাব্য করলেই যে প্রস্তাব গৃহীত হবে এমন কোনও মানে নেই। বরং তা বিরক্তিও তৈরি করতে পারে। ফলে নিজের বক্তব্য গুছিয়ে এবং অবশ্যই সুন্দর করে লিখে পাঠানোই যথেষ্ট। তবে প্রোপোজালের পর কথোপকথন শুরু হলে আবার কথা বলা জরুরি। না হলে মনে হবে আপনার আগ্রহের অভাব রয়েছে।
advertisement
অতি উৎসাহও ভাল নয়
প্রোপোজের সময় একেবারে মরিয়া হয়ে পড়া মোটেও কাজের কথা নয়। অতিরিক্ত মনোভাব দেখালে প্রস্তাব গৃহীত হওয়ার সম্ভাবনা কম। নির্দিষ্ট সময় অন্তর ওপাশ থেকে আসা বার্তাগুলির উত্তর দিতে হবে। সে উত্তরও যেন সেরা উত্তর হয়। অতিরঞ্জনের প্রয়োজন নেই।
আরও পড়ুন- উপহারের গোলাপ ফুল শুকিয়ে যাবে! রোজ ডে-তে অভিনব উপায়ে গোলাপের সুগন্ধ ছড়িয়ে দিন মনের মানুষের জীবনে
advertisement
প্রশংসা
প্রশংসা সকলেই পছন্দ করেন। সেখানে নারী-পুরুষ বিভেদ নেই। তাই প্রেমাস্পদের প্রশংসা করা জরুরি। প্রোপোজ করার আগে একটু হোমওয়ার্ক করে নেওয়াও দরকার। তাঁর প্রিয় শখ জেনে নেওয়া দরকার। ছোট ছোট বিষয়ের প্রশংসা করে মনের মধ্যে ছাপ রেখে যেতে হবে। না, শুধু সৌন্দর্যের প্রশংসা নয়। বরং তাঁর কথা বলা, বোধ, মানবিক দিকের কোনও ছবি থাকলে তা প্রতিফলিত করার চেষ্টা করতে হবে।
advertisement
অশ্লীল শব্দ ভুলে যেতে হবে
সামান্য ফ্লার্ট করা যেতে পারে। কিন্তু তা বলে যা খুশি, তা-ই নয়। বরং ভুলে যেতে হবে যাবতীয় অপশব্দ বা অপভাবনা।
WhatsApp স্টেটাস
চ্যাটে যদি সরাসরি প্রস্তাব দেওয়া যায় তবে তো ভালই, না হলে নিজের স্টেটাসে প্রেমের ভাবনা প্রকাশ করা যায়। প্রয়োজনে প্রিয় মানুষটিকে ট্যাগ করা দরকার। এমনকী প্রাথমিক প্রোপোজাল দেওয়া হয়ে গেলেও এমন স্টেটাস রাখা যায়। তাতে বার বার তাঁর চোখে ভেসে উঠবে প্রেমের ছবি।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2023 9:28 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Valentines day 2023: প্রোপোজ ডে-তে আপনার মনের কথা 'এই' দূত পৌঁছে দেবে প্রিয়জনকে! শুধু জেনে রাখুন এই বিষয়গুলি