Valentine's Week: ভ্যালেন্টাইনে দিতে পারেন কাছের মানুষকে সেরা পাঁচ গিফট! রইল টিপস
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Valentine's Week: প্রতি রোস ডে দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন্স উইক। একে একে আসে চকোলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে, আর শেষে ভ্যালেন্টাইন্স ডে। সারা বছর বিশ্বের সকল প্রেমিক প্রেমিকা অপেক্ষা করে থাকেন এই প্রেমের দিনটির জন্য।
মুর্শিদাবাদ: প্রতি রোস ডে দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন্স উইক। একে একে আসে চকোলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে, আর শেষে ভ্যালেন্টাইন্স ডে। সারা বছর বিশ্বের সকল প্রেমিক প্রেমিকা অপেক্ষা করে থাকেন এই প্রেমের দিনটির জন্য। দুদিন বাদেই ভ্যালেন্টাইন ডে। এবছর দিনটা আরও স্পেশ্যাল করে তুলতে নজর দিন সমস্ত খুঁটিনাটি বিষয়ে। সেদিন শুধু ডেটিং-এ গেলেই হল না। এদিন তাঁকে এমন উপহার দিন যা দিনটিকে আরও স্পেশ্যাল করে তুলবে।
আরও পড়ুনঃ যদি টানা ৪৫দিন চিনি না খান তবে শরীরের কী হবে জানেন? সুগার তো কমবেই, আরও ২রোগ নির্মূল হবে
ভ্যালেনটাইন’স ডে-এ উপহার দেওয়া-নেওয়া শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়। স্বামী-স্ত্রী, বাবা-মা, ভাই-বোন, সন্তান এবং যে কোনও প্রিয় বন্ধুর জন্যই উপহার দিতে পারেন। ছোট একটি উপহার মানুষের সর্ম্পক আরও বেশি মধুর করে তোলে।
advertisement
তবে, ভালবাসার দিন কী উপহার দেবেন তা ঠিক করে উঠতে পারেন না অনেকেই। তা পছন্দ না জেনে উল্টো-পাল্টা উপহার দেওয়ার মানেই নেই। এবছর সেরা পাঁচটি করে গিফট দিতে পারেন আপনার পকেটের সামর্থের মধ্যেই। এবছর ট্রেন্ডিং হিসেবে ছোট ছোট কাপল শোপিস, লাইট দেওয়া লাভ শো পিস, ফটো ফ্রেম, ছোট মডেল, এমনকি সাউন্ড সিস্টেম লাভ সেট এছাড়াও আছে বিভিন্ন রকমের গোলাপ যা বাজার করছে বেশ ভালই।
advertisement
advertisement
এছাড়াও থাকছে বিভিন্ন গিফটের সরঞ্জাম। আপনাদের সুবিধার জন্য উপহারের কিছু ধারনা দিয়ে দিচ্ছি। আগেই ঠিক করে নিন কোন উপহারটি আপনি কিনতে চান। তাহলে ভ্যালেনটাইন’স ডে এর কেনাকাটা অনেক সহজ হয়ে যাবে।
আরও পড়ুনঃ ঐশ্বর্য নন, জয়া-অমিতাভের বাড়ির এই বৌমাই সকলের চোখের মণি! সুন্দরী অভিনেত্রীর ঝুলিতে একগাদা হিট
মেয়েদের জন্য কিনতে পারেন: কার্ড, ফুল, মগ, সানগ্লাস, চকোলেট, গয়না, ব্যাগ, হাতঘড়ি, সুগন্ধি, গয়নার বক্স, ফুলদানি, পেইন্টিংস, ফটোফ্রেম, মোবাইল ফোন সেট, পোশাক, ডায়েরি, বই।
advertisement
ছেলেদের জন্য: কার্ড, ফুল, মগ, সানগ্লাস, চকোলেট, মানিব্যাগ, সুগন্ধি, চাবির রিং, শেভিং কিটস, হাতঘড়ি, বেল্ট, পোশাক, সিডি, ফটোফ্রেম, কলম, কাফলিংক সেট, টাই, ব্যাগ, আর বই।
কৌশিক অধিকারী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2025 5:58 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Valentine's Week: ভ্যালেন্টাইনে দিতে পারেন কাছের মানুষকে সেরা পাঁচ গিফট! রইল টিপস
