Korean Face Mask: পুজোয় কাচের মতো স্বচ্ছ ত্বক চাইছেন? তাহলে ব্যবহার করতে শুরু করুন কোরিয়ান ফেস মাস্ক

Last Updated:

যখন ত্বক হয় পেলব, আর্দ্র এবং উজ্জ্বল এবং যে ত্বক দেখে মনে হয় কাচের মতো স্বচ্ছ তাকেই বলা হয় গ্লাস স্কিন বা কাচ স্বচ্ছ ত্বক।

#কলকাতা: কোরিয়ান মেয়েদের রেশমের মতো চুল আর কাচের মতো স্বচ্ছ ত্বক দেখে অনেকেই ঈর্ষা করেন। হিংসা করার মতোই ব্যাপার বটে। সারা বিশ্বে কোরিয়ান স্কিন প্রোডাক্টেরও গ্রাহক কম নেই। পুজোর সময় ওইরকম গ্লাস স্কিন পেতে সবারই ইচ্ছা করে। এমন কিছু কঠিন ব্যাপার নয়, কোরিয়ান ফেসমাস্ক ব্যবহার করে সহজেই পাওয়া যেতে পারে একইরকম ত্বক।
কাকে বলে গ্লাস স্কিন বা কাচের মতো স্বচ্ছ ত্বক?
যখন ত্বক হয় পেলব, আর্দ্র এবং উজ্জ্বল এবং যে ত্বক দেখে মনে হয় কাচের মতো স্বচ্ছ তাকেই বলা হয় গ্লাস স্কিন বা কাচ স্বচ্ছ ত্বক।
বাড়িতেই খুব সহজে কয়েকটি ডিআইওয়াই পদ্ধতি মেনে কোরিয়ান মেয়েদের মতো ত্বক পাওয়া সম্ভব।
advertisement
হলুদ ও মধুর মাস্ক
এক টেবিল চামচ মধু, হলুদ ও দুধ নিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে। এই তিনটে উপাদান ভালো করে মিশিয়ে মুখে লাগাতে হবে। শুকিয়ে যাওয়ার ১৫ মিনিট পর ধুয়ে নিতে হবে এই মাস্ক।
advertisement
জেলাটিন ও দুধের মাস্ক
এক টেবিল চামচ জেলাটিন পাউডার যাতে কোনও প্রকার কৃত্রিম গন্ধ নেই নিতে হবে। তার সঙ্গে মেশাতে হবে দুই টেবিল চামচ দুধ। এই মিশ্রণ সামান্য গরম করে নিতে হবে। তার পর মুখে লাগাতে হবে। শুকিয়ে গেলে ১৫ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।
advertisement
ওটমিল মাস্ক
এটা এক ধরনের মাস্ক এবং স্ক্রাবও। এর জন্য এক টেবিল চামচ ওটমিল এক টেবিল চামচ দুধ ও মধু মেশাতে হবে। তার পর এই মিশ্রণ দিয়ে খুব আলতো করে মুখে ঘষতে হবে বা স্ক্রাব করতে হবে। তার পর ধুয়ে ফেলতে হবে।
ব্রাউন সুগার ও মধুর মাস্ক
এক টেবিল চামচ ব্রাউন সুগার নিতে হবে। এর সঙ্গে মেশাতে হবে এক টেবিল চামচ মধু। ভালো করে মিশিয়ে মুখে লাগাতে হবে। তার পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে।
advertisement
দইয়ের মাস্ক
এক টেবিল চামচ দই এবং একই পরিমাণে ওটমিল ও মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করতে হবে। এই প্যাক মুখে লাগিয়ে কিছুক্ষণ রাখতে হবে। আন্দাজ ১৫ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।
এই মাস্কগুলোর নিয়মিত ব্যবহারে সহজেই পাওয়া যাবে কাচের মতো ত্বক।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Korean Face Mask: পুজোয় কাচের মতো স্বচ্ছ ত্বক চাইছেন? তাহলে ব্যবহার করতে শুরু করুন কোরিয়ান ফেস মাস্ক
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement