তৈলাক্ত ত্বক? এবার পুজোয় জেল্লা আনতে ব্যবহার করুন ভিটামিন সি
- Published by:Teesta Barman
Last Updated:
রোজমেরি নির্যাস, ভিটামিন সি এবং ভিটামিন ই র্যাডিকেল এবং দূষণ থেকে সুরক্ষা দেয় এবং ত্বককে মসৃণ, কোমলীয় করে তোলে।
#কলকাতা: রূপচর্যায় ভিটামিন সি আজকাল সকলেরই পছন্দ। তবে অনেকেই ভাবেন ভিটামিন সি হয় তো তৈলাক্ত ত্বকের জন্য ভাল নয়। কিন্তু আসলে ভিটামিন সি সব ধরনের ত্বকেই খুব ভাল কাজ করে৷ আমাদের ত্বকে সবসময় ভিটামিন সি-এর প্রয়োজন হয়। কারণ এটি ত্বককে পুষ্টি জোগায় এবং উজ্জ্বল করে তোলে। এছাড়া ভিটামিন সি-তে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বককে ফ্রি র্যাডিক্যালের ক্ষতির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। ভিটামিন সি শুধুমাত্র ত্বকের মানই উন্নত করে না, একইসঙ্গে ত্বকের যত্নের খুব ভাল উপাদানও বটে। এবার পুজোয় ত্বকে আলো আনতে কাজে আসবে এই উপাদানই, কিন্তু কীভাবে?
দৈনন্দিন রূপচর্যায় ভিটামিন সি যুক্ত ফেস ওয়াশ ব্যবহার করলে ত্বকে জেল্লা আসবে এবং তাতে ত্বক সারাদিন সতেজ থাকবে৷ শুধু পুজোর সময়েই নয়, এতে যে কোনও আবহাওয়ায় ত্বক একই রকম সুন্দর থাকবে৷ এছাড়া অন্যান্য উপাদান যেমন উইচ হ্যাজেল এবং লিকোরিস এক্সট্র্যাক্ট ত্বকে তারুণ্য এবং উজ্জ্বলতা আনতে সাহায্য করে, কোলাজেনের উৎপাদন বাড়ায়। দিনে দুবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলেই এই উপাদানগুলির নির্যাস মুখে পৌঁছাবে। ভিটামিন সি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে হাইপারপিগমেনটেশন কমে। ব্রণ, ইউভি রশ্মি থেকে ত্বকের ক্ষতি রোধ তো হয়ই, আবার হরমোনের পরিবর্তনের কারণে হওয়া কালো দাগ হালকা হয়ে গিয়ে ত্বক উজ্জ্বল হয়৷
advertisement
তাছাড়া রোজমেরি নির্যাস, ভিটামিন সি এবং ভিটামিন ই র্যাডিকেল এবং দূষণ থেকে সুরক্ষা দেয় এবং ত্বককে মসৃণ, কোমলীয় করে তোলে। এমনকী ভিটামিন সি সংবেদনশীল ত্বক, ব্রণ যুক্ত ত্বককে অ্যান্টিঅক্সিডেন্ট এবং হাইড্রেশন জুগিয়ে ভিতর থেকে জেল্লা নিয়ে আসে।
advertisement
advertisement
উপকারিতা
ত্বককে পুষ্ট এবং মসৃণ করে পুর্নজ্জীবিত করতে সাহায্য করে। ত্বকে তরতাজা ভাব এবং সতেজতা নিয়ে আসে৷
বার্ধক্যজনিত লক্ষণ রোধ করে। বলিরেখা কমাতে সাহায্য করে এবং ত্বকে তারুণ্য নিয়ে আসে৷
ত্বককে উজ্জ্বল করে। ভিটামিন সি-এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে বিবর্ণতা কমাতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।
আরও পড়ুন: উধাও শরীরী টান! সম্পর্কও কি ভাঙতে বসেছে? উদ্দাম যৌনতা উপভোগ করতে চাইলে এই ভুলগুলি নৈব নৈব চ
advertisement
ত্বকের ধরন বদলায়। ভিটামিন সি ত্বকের মান উন্নত করতে কাজে আসে এবং সামগ্রিকভাবে ত্বককে ভাল রাখে।
কালো দাগ কমায়। সময়ের সঙ্গে ত্বকে ছাপ পড়া কালো দাগ কমাতেও সাহায্য করে।
পরিবেশের ক্ষতিকর পদার্থ থেকে সুরক্ষা দেয়। সেলুলার স্তরে ফ্রি র্যাডিকেল ত্বকে খুবই খারাপ প্রভাব ফেলে। সেক্ষেত্রে ভিটামিন সি-এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের পরিবেশে এবং আমাদের দেহে থাকা ফ্রি র্যাডিক্যালগুলির বিরুদ্ধে লড়াই করে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 27, 2022 12:24 PM IST