উধাও শরীরী টান! সম্পর্কও কি ভাঙতে বসেছে? উদ্দাম যৌনতা উপভোগ করতে চাইলে এই ভুলগুলি নৈব নৈব চ
Last Updated:
আসলে মানুষ জীবনযাত্রা-জনিত নানা ভুল করে থাকে, যেগুলি যৌন জীবনে বিপুল সমস্যা ডেকে আনতে পারে। ফলে এটাই পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। দেখে নেওয়া যাক সেই ভুলগুলির বিষয়ে। যাতে তার থেকে বিরত থাকা যায়।
কলকাতা: অনেক ক্ষেত্রেই দাম্পত্য জীবন বড়ই একঘেয়ে হয়ে যায়। তার ফলে সম্পর্কটাই ফিকে হতে হতে চিরতরে মুছে যায়। আর জীবনের একঘেয়েমির নানা কারণ থাকে। তার মধ্যে অন্যতম হল যৌন জীবনে সমস্যা। আর যৌন জীবন ঠিকঠাক না-হলে তা দুই সঙ্গীর মধ্যে একটা বড়সড় দূরত্ব তৈরি করে। এ-ছাড়াও পরিবারের মধ্যে তৈরি হয় সমস্যা।
আসলে মানুষ জীবনযাত্রা-জনিত নানা ভুল করে থাকে, যেগুলি যৌন জীবনে বিপুল সমস্যা ডেকে আনতে পারে। ফলে এটাই পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। দেখে নেওয়া যাক সেই ভুলগুলির বিষয়ে। যাতে তার থেকে বিরত থাকা যায়।
চাপ:
advertisement
স্ট্রেস বা মানসিক চাপ যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আসলে বাড়ির কাজ এবং অফিসের কাজ- একসঙ্গে তাল মিলিয়ে করতে গেলেই মানসিক চাপ বাড়বেই। আর এই বিষয়টা কিন্তু যৌন জীবন শেষও করে দিতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন যে, মানসিক চাপের কারণে কোনও ব্যক্তি কিছু বিষয়ের উপর মনোনিবেশ করতেই পারেন না। এতে বাড়ে কর্টিসলের মাত্রা, যা মেজাজটাই নষ্ট করে দিতে পারে। আর এর ফলেই টেস্টোস্টেরন এবং অন্যান্য হরমোনের উৎপাদন বন্ধ হয়ে যায়।
advertisement
ঘুম:
ঘুমের অভাব কিংবা অনিদ্রা ডেকে আনে নানা বিপদ। এমনকী বহু রোগের পিছনে কারণ হিসেবে অনিদ্রাকেই দাবি করা হয়। তাই বলা হয় যে, ঘুম ভাল হলে দিনটাও ভাল ভাবে কাটে। আসলে ঘুমের অভাবের জেরে ক্লান্তি ঘিরে ধরে। আর দিনের শেষে ক্লান্ত বোধ করলে তার প্রভাব তো যৌন জীবনে পড়বেই। তাই এই সমস্যা থেকে বাঁচতে ব্যবস্থা নিতেই হবে। অনিদ্রার সমস্যা দূর করতে জীবনযাপনের ধারা বদলাতে হবে এবং সেই সঙ্গে বদল আনতে হবে খাদ্যাভ্যাসেও।
advertisement
হরমোনের ভারসাম্যহীনতা:
ভুল খাদ্যাভ্যাস এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রার জেরে শরীরের হরমোনে ভারসাম্যহীনতা আসতে পারে। আর দেহে হরমোনের অসামঞ্জস্যতা মানেই যৌনতায় অনিচ্ছা। যদিও কিছু মানুষের শরীরে অল্প পরিমাণে টেস্টোস্টেরন উৎপন্ন হওয়ায় তাদের যৌন ইচ্ছেটা সে-ভাবে জাগে না। আর এমন পরিস্থিতি তৈরি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
advertisement

দাম্পত্য কলহ:
বহু দম্পতিই রয়েছেন, যাঁদের মধ্যে নিত্য অশান্তি লেগেই থাকে। আর এই ঝামেলা-ঝঞ্ঝাট ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি যৌন জীবনেও প্রভাব ফেলে। তাই অশান্তি থাকলেও তা মিটিয়ে নিয়ে একে অপরকে ভাল রাখতে হবে। এতে প্রেম-ভালবাসা তো বাড়বেই, সেই সঙ্গে যৌন জীবনও সুস্থ-স্বাভাবিক থাকবে।
advertisement
যৌন জীবনে সন্তুষ্টির অভাব:
অনেক সময় এমন পরিস্থিতি আসে, যেখানে দেখা যায়, এক জন নিজের সঙ্গীকে সন্তুষ্ট করতে পারছেন না। কিংবা সঙ্গীর শারীরিক চাহিদা ঠিকমতো মেটাতে পারছেন না। এমনটা হলে নিজের পছন্দ-অপছন্দের বিষয়ে খোলাখুলি কথা বলতে হবে এবং একে অপরের প্রতি যত্নশীলও হওয়া জরুরি। এ-ছাড়াও এর পিছনে শারীরিক দুর্বলতাও একটা বড় কারণ। তার জন্য ভাল আহার গ্রহণ করা উচিত।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 27, 2022 7:21 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
উধাও শরীরী টান! সম্পর্কও কি ভাঙতে বসেছে? উদ্দাম যৌনতা উপভোগ করতে চাইলে এই ভুলগুলি নৈব নৈব চ