রোজকার ব্যস্ততার জীবনে ভুলতে বসেছেন রূপচর্চা, এই ভুল একদম নয়

Last Updated:

শরীর সুস্থ রাখা আমাদের সবারই কর্তব্য

#কলকাতা: প্রতিদিনের ব্যস্ততার জীবনে এতটাই দৌড়তে হয় যে কোনও ভাবেই নিজের দিকে নজর দেওয়া সম্ভব হয়না ৷ শরীর সুস্থ রাখা আমাদের সবারই কর্তব্য ৷ ভাল থাকতে গেলে আমাদের ভাল খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরেরও যত্ন নেওয়া দরকার ৷ রূপচর্চাও অত্যন্ত জরুরি নিজেকে ভাল রাখতে, সুস্থ রাখতে ৷ কয়েকজন আপনার রূপের প্রশংসা করলে ভালই লাগে সবারই ৷
কিছু ঘরোয়া টোটকা আছে যা আপনাকে সুস্থ রাখবেই, বাড়াবে ত্বকের জেল্লা, ভরিয়ে তুলবে রূপে লাবণ্যে ৷ অন্যের চোখে নিজেকে আকর্ষণীয় করে তোলার বিভিন্ন উপায় আপনাদের জন্য দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
সূর্য থেকে নির্গত অতিবেগুনি রশ্মি ইউভিএ, ইউভিবি ত্বকের অত্যন্ত ক্ষতি করে ৷ ত্বকের ফুস্কুরি, ব্রোণ ছাড়াও একাধিক সমস্যায় জেরবার ত্বক ৷ প্রতিদিন অবশ্যই সাস্ক্রিন ব্যবহার করুন সে আবহাওয়া মেঘলা হোক বা রৌদ্রজ্জ্বল ৷
ত্বক সুস্থ রাখছে প্রচুর পরিমাণে জল পান করুন সঙ্গে সঙ্গে ফল খান ৷ শরীর থেকে ভিটামিন সি নির্গত হয় দ্রুত প্রচুর পরিমাণে এমন খাবার দাবার খাওয়ার অভ্যাস রাখুন যাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে ৷ যেমন লেবু, আমলকি, কাঁচালঙ্কা ইত্যাদি ৷ ব্যবহার করুন ঘরোয়া ফেসপ্যাক উপকার পাবেন আপনিই ৷
advertisement
প্রতিদিন মেকআপ তুলে অলিভ অয়েল একটু তুলোয় নিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করুন ৷ মরা চামড়া পরিষ্কার করে ফেলুন এরফলে আপনার ত্বকে আলে বাতাস স্পর্শ করে ত্বককে আরও সজীব করে তুলবে ৷
advertisement
খেয়াল রাখবেন রাতের ঘুম যেন ঠিকঠাক হয় ৷ সারাদিন দৌড়ানোর পরে রাতের ঘুম সমস্ত ক্লান্তি মিটিয়ে দেয় ৷ শরীর সতেজ রাখতে প্রয়োজনীয় ঘুম দরকার সবারই ৷
ত্বকের যত্ন নিতে ও ত্বককে সুস্থ রাখতে আরও অনেক পদ্ধতি আছে ৷ আপাতত এইগুলিই মেনে চললে আপনি সুস্থ থাকবেন ৷ প্রতিদিনের অভ্যাসই আপনার ত্বকের জেল্লা ফিরিয়ে আনবে, ভরিয়ে তুলবে রূপ-লাবণ্যে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রোজকার ব্যস্ততার জীবনে ভুলতে বসেছেন রূপচর্চা, এই ভুল একদম নয়
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement