Joint Baby Shower: ৫ সঙ্গিনীকে অন্তঃসত্ত্বা করে একসঙ্গে সাধভক্ষণ অনু্ষ্ঠান ২২ বছর বয়সি তরুণের
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Joint Baby Shower: পাঁচ জন হবু মা একসঙ্গে নাচছেন, আনন্দ করছেন এবং খাওয়া দাওয়াও করছেন। পরস্পরের সান্নিধ্য তাঁরা উপভোগ করছেন বলেও জানান
একসঙ্গে পাঁচ নারীর সাধভক্ষণের ব্যবস্থা করলেন নিউ ইয়র্কের মিউজিশিয়ান জেড্ডি। ২২ বছর বয়সি এই তরুণই পাঁচ তরুণীর অনাগত শিশুর বাবা। তাঁর এক সঙ্গিনী লিজি অ্যাশিলেঘ এ খবর প্রকাশ করেছেন টিক টক-এ। সেই সূত্র উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট। ২৯ বছর বয়সি লিজি অ্যাশিলেঘ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সাধভক্ষণ অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র। আমেরিকার কুইন্স প্রদেশে সেই অনুষ্ঠান ছিল গত ১৪ জানুয়ারি। অ্যাশলেইঘ ভিডিও-র ক্যাপশন দিয়েছেন ‘‘আমার মনে হয় আমরা এখন সতীন।’’
advertisement
advertisement
অন্য একটি ছবিতে অ্যাশলিয়েঘ একটি ফলো আপ ভিডিও পোস্ট করেছেন। সেখানে বাকি চার অন্তঃসত্ত্বার নামও জানা গিয়েছে। তাঁরা হলেন বনি বি, কে মেরি, জাইলেন ভিলা এবং ইয়ানলা কালিফা গ্যাল্লেত্তি। তাঁরা একে অন্যকে মেনে নিয়েছেন। কারণ তাতেই অনাগত সন্তানদের জন্য মঙ্গল বলে তাঁদের ধারণা। আজন্ম বড় যৌথ পরিবারে তারা বড় হবে।
advertisement
আরও পড়ুন : যেন পাহাড় নেমেছে সমতলে! কলকাতায় এ বার অন্যরকম শীতকাল কেন? কবে সরবে কুয়াশার চাদর, কমবে ঠান্ডা? জানুন
সাধভক্ষণের ভিডিওতে দেখা যাচ্ছে, পাঁচ জন হবু মা একসঙ্গে নাচছেন, আনন্দ করছেন এবং খাওয়া দাওয়াও করছেন। পরস্পরের সান্নিধ্য তাঁরা উপভোগ করছেন বলেও জানান। তবে ইন্টারনেট তাঁদের এই ছকভাঙা পরিবাররীতি মেনে নিতে পারেননি। অধিকাংশ নেটিজেনদের মতে, এটা লজ্জাজনক। এ জিনিস চলতে পারে না। বিশ্বাস অবিশ্বাসের মধ্যেই চলছে এদের স্রোতের বিপরীতে পরিবারপালন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2024 10:29 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Joint Baby Shower: ৫ সঙ্গিনীকে অন্তঃসত্ত্বা করে একসঙ্গে সাধভক্ষণ অনু্ষ্ঠান ২২ বছর বয়সি তরুণের