IMD Kolkata Winter Forecast: যেন পাহাড় নেমেছে সমতলে! কলকাতায় এ বার অন্যরকম শীতকাল কেন? কবে সরবে কুয়াশার চাদর, কমবে ঠান্ডা? জানুন

Last Updated:
IMD Kolkata Winter Forecast: এ বারের ঠান্ডা সত্যি তাক লাগিয়ে দিচ্ছে। এরকম বেনজির শীতকাল নাকি স্মরণাতীত কালে কলকাতায় আসেনি
1/10
এই মরশুমের শীত নিয়ে হাজির একগুচ্ছ মিম। বিশেষ করে কলকাতাবাসীর অভিজ্ঞতা এ বারের ঠান্ডা সত্যি তাক লাগিয়ে দিচ্ছে। এরকম বেনজির শীতকাল নাকি স্মরণাতীত কালে কলকাতায় আসেনি।
এই মরশুমের শীত নিয়ে হাজির একগুচ্ছ মিম। বিশেষ করে কলকাতাবাসীর অভিজ্ঞতা এ বারের ঠান্ডা সত্যি তাক লাগিয়ে দিচ্ছে। এরকম বেনজির শীতকাল নাকি স্মরণাতীত কালে কলকাতায় আসেনি।
advertisement
2/10
সাধারণত কলকাতার শীতে দিনে চড়া রোদ এবং রাতে কনকনে ঠান্ডা থাকে। কিন্তু এ বার তার ব্যতিক্রম। রাতে ঠান্ডা থাকলেও দিনে রোদের দেখা মিলছেই না।
সাধারণত কলকাতার শীতে দিনে চড়া রোদ এবং রাতে কনকনে ঠান্ডা থাকে। কিন্তু এ বার তার ব্যতিক্রম। রাতে ঠান্ডা থাকলেও দিনে রোদের দেখা মিলছেই না।
advertisement
3/10
এ যেন পাহাড়ি আবহাওয়া নেমে এসেছে সমতলে। বা শীতের সঙ্গে বর্ষাকাল কম্বাইন্ড। আবহবিদদের পূর্বাভাস, আগামী কয়েকদিন ভালই ঠান্ডা পাবেন শহরবাসী।
এ যেন পাহাড়ি আবহাওয়া নেমে এসেছে সমতলে। বা শীতের সঙ্গে বর্ষাকাল কম্বাইন্ড। আবহবিদদের পূর্বাভাস, আগামী কয়েকদিন ভালই ঠান্ডা পাবেন শহরবাসী।
advertisement
4/10
রাতের তাপমাত্রা খুব একটা না কমলেও দিনের পারদও ঊর্ধ্বগামী নয়। ফলে দিনভর কনকনে ঠান্ডায় জেরবার হওয়া ছাড়া উপায় নেই।
রাতের তাপমাত্রা খুব একটা না কমলেও দিনের পারদও ঊর্ধ্বগামী নয়। ফলে দিনভর কনকনে ঠান্ডায় জেরবার হওয়া ছাড়া উপায় নেই।
advertisement
5/10
এ বার পৌষমাস বা ডিসেম্বরে সেরকম ঠান্ডা পড়েনি। কিন্তু মকর সংক্রান্তির কিছু আগে থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। দাপটের সঙ্গে ইনিংস খেলছে শীত।
এ বার পৌষমাস বা ডিসেম্বরে সেরকম ঠান্ডা পড়েনি। কিন্তু মকর সংক্রান্তির কিছু আগে থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। দাপটের সঙ্গে ইনিংস খেলছে শীত।
advertisement
6/10
আবহবিদরা জানিয়েছেন উত্তর ভারত ও বিহারের একাংশ ঢেকেছে ঘন কুয়াশার চাদরে। তার প্রভাব পড়েছে বাংলাতেও। কুয়াশার আস্তরণ ভেদ করে ঠান্ডা উত্তুরে বাতাস ঢুকতে পারছে না।
আবহবিদরা জানিয়েছেন উত্তর ভারত ও বিহারের একাংশ ঢেকেছে ঘন কুয়াশার চাদরে। তার প্রভাব পড়েছে বাংলাতেও। কুয়াশার আস্তরণ ভেদ করে ঠান্ডা উত্তুরে বাতাস ঢুকতে পারছে না।
advertisement
7/10
মেঘলা আকাশে সেভাবে কমতে পারবে না রাতের তাপমাত্রা। ফলে আগামী কিছুদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস।
মেঘলা আকাশে সেভাবে কমতে পারবে না রাতের তাপমাত্রা। ফলে আগামী কিছুদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
8/10
কলকাতার তুলনায় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার তাপমাত্রা থাকবে আরও কম। সেখানেও আগামী কিছু দিনের পূর্বাভাস কুয়াশাচ্ছন্ন এবং মেঘলা আবহাওয়া।
কলকাতার তুলনায় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার তাপমাত্রা থাকবে আরও কম। সেখানেও আগামী কিছু দিনের পূর্বাভাস কুয়াশাচ্ছন্ন এবং মেঘলা আবহাওয়া।
advertisement
9/10
উত্তরবঙ্গের বিভিন্ন শহরও শীতে জবুথুবু। আবহবিদদের পূর্বাভাস, আগামী কিছু দিন উত্তরবঙ্গেও থাকবে ঠান্ডার দাপট। পাশাপাশি ঘন কুয়াশাও থাকবে।
উত্তরবঙ্গের বিভিন্ন শহরও শীতে জবুথুবু। আবহবিদদের পূর্বাভাস, আগামী কিছু দিন উত্তরবঙ্গেও থাকবে ঠান্ডার দাপট। পাশাপাশি ঘন কুয়াশাও থাকবে।
advertisement
10/10
আবহাওয়ার এই পূর্বাভাসে শীতবিলাসীদের মুখে চওড়া হাসি এলেও মুষড়ে পড়েছেন শীতকাতুরেরা। পদ্যের লাইন সামান্য পাল্টে তাঁদের প্রশ্ন, শীতকাল কবে যাবে সুপর্ণা?
আবহাওয়ার এই পূর্বাভাসে শীতবিলাসীদের মুখে চওড়া হাসি এলেও মুষড়ে পড়েছেন শীতকাতুরেরা। পদ্যের লাইন সামান্য পাল্টে তাঁদের প্রশ্ন, শীতকাল কবে যাবে সুপর্ণা?
advertisement
advertisement
advertisement