#কলকাতা: এক এক করে প্রায় সব উৎসব শেষ ৷ আর এবারের উৎসব প্রতিবারে থেকে একেবারেই আলাদা ৷ রীতিমতো আতঙ্ক নিয়েই উৎসবে যতটা পারা যায় ততটা আনন্দ ৷ তবে এই নিয়ে মন খারাপ আর নয় ৷ লাইফ ইজ গো অন ৷ আর তাই তো, আপনার মুডকে ঠিক করতে, শহরের কিছু জায়গা একেবারে রেডি ! পর পর তাদের নানান আয়োজনে মুড হয়ে যাবে একেবারে পারফেক্ট ৷
ট্রাফিক গ্যাসট্রোপাবসিটি সেন্টার ২ মানে রাজারহাটের এই পাব কিন্তু ইয়ং জেনদের কাছে দারুণ ফেভারিট৷ এখানকার ককটেল আর দারুণ পরিবেশে মন থেকে উধাও হয়ে যাবে সব চিন্তা ৷ বলা ভালো স্ট্রেস দূর করতে এখানে ঢুঁ মারতেই পারেন ৷আমিনিয়ার নাম আর নতুন করে কীই বা বলা যায় ৷ মোগলাই খানার জন্য আমিয়ানা এক নম্বর চয়েস ৷ তাই বিরিয়ানি থেকে কাবাব, আমিনিয়ার রসনায় ডুব দিতেই পারেন ৷ নিউ মার্কেট থেকে শুরু করে গোলপার্ক, সোদপুর, চিনারপার্ক, বাইপাস, সব জায়গাতেই এখন আমিনিয়া রয়েছে ৷
ক্যান্টিন পাব অ্যান্ড গ্রাবসিটি সেন্টার ১-এ এই পাবও ধীরে ধীরে উত্তাপ জাগিয়েছে ইয়ং জেনের মধ্যে ৷ ককটেল আর ডেসার্ট এখানে ট্রাই করতেই হবে ৷ তালিকায় রয়েছে, হরাভরা, খুশ মানালি ৷মিনিস্ট্রি অফ বুজটাকিলা শটে মন ভরাতে চান? আজকেই ঢুঁ মারুন মিনিস্ট্রি অফ বুজে ৷ ককটেলের ব্যাপারে শহরে এই সময় উত্তাপ বাড়িয়ে এই মিনিস্ট্রি অফ বুজ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lifestyle