Botox For Excessive Sweating: অত্যধিক ঘামের সমস্যায় জেরবার? গরম পড়ার আগেই জেনে নিন প্রতিকারের উপায়

Last Updated:

Botox for Sweating: বেশি এক্সারসাইজ করলে বা নার্ভাসনেসে, যোগাসনের কারণেও ঘাম হতে পারে।

২) শরীরে ক্যানসার বাসা বাঁধলেও এই সমস্যা দেখা দিতে পারে। মূলত লিউকোমিয়া ও লিম্ফোমার উপসর্গ এটি। তাই দেরি না করে চিকিৎসকের কাছে যান। অথবা ক্যানসারের পরে যদি কেমোথেরাপি চলে তখন এই সমস্যা হয়।
২) শরীরে ক্যানসার বাসা বাঁধলেও এই সমস্যা দেখা দিতে পারে। মূলত লিউকোমিয়া ও লিম্ফোমার উপসর্গ এটি। তাই দেরি না করে চিকিৎসকের কাছে যান। অথবা ক্যানসারের পরে যদি কেমোথেরাপি চলে তখন এই সমস্যা হয়।
Botox For Excessive Sweating: শীত পেরিয়ে এবার গরমের দাবদাহ আসতে শুরু করেছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা! এই সময়ে ঘাম হওয়াটা খুব স্বাভাবিক। শুধু যে গরমের জন্য ঘাম হয় তা নয়। বেশি এক্সারসাইজ করলে বা নার্ভাসনেসে, যোগাসনের কারণেও ঘাম হতে পারে। শরীর খুব গরম হয়ে গেলে নিজে থেকেই তাকে ঘামের মাধ্যমে ঠান্ডা করে নেয়।
তবে ঘাম হওয়ার কারণ যে শুধু প্রচুর ফিজিক্যাল এক্সারসাইজ করা তা নয়। এর কারণ হতে পারে মোটা হয়ে যাওয়া, ডায়বেটিস, শরীরকে সঠিক ভাবে পরিষ্কার না রাখা। এছাড়াও থাইরয়েড যাঁদের আছে বা যাঁদের সিস্ট আছে তাঁদের ক্ষেত্রেও বেশি ঘাম হওয়ার সমস্যাটা দেখা যায়। অনেকের আবার ঘাম থেকে দুর্গন্ধ বের হয়, কারও আবার সেই সমস্যাটা থাকে না।
advertisement
advertisement
প্রচুর ঘামের কারণে অনেক সমস্যা দেখা যায়, যেমন কারও হয় তো কোনও গুরুত্বপূর্ণ ইন্টারভিউতে যাওয়ার কথা, কিন্তু যেতে যেতেই জামাটা ঘামে ভিজে চুপসে গেল। এরকম একটা অবস্থায় ইন্টারভিউতে কেউই ভালো চোখে দেখবে না। তাছাড়া আছে স্বাস্থ্যের দিকটাও। তাই এই সমস্যার থেকে বাঁচাতে বাজারে এসেছে বোটক্স ট্রিটমেন্ট।
advertisement
বোটক্স ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়। কসমিক কন্ডিশন থেকে শুরু করে নানা মেডিক্যাল ক্ষেত্রেও। ঠিক তেমনই ঘাম বেশি হওয়া থেকে মুক্তি পেতেও এই ট্রিটমেন্ট ব্যবহার করা যায়।
কী ভাবে কাজ করে?
এই ট্রিটমেন্ট শরীরের ঘাম গ্রন্থিগুলোকে সক্রিয় করার যে নার্ভগুলো হয় সেগুলোকে বন্ধ করে। দেহের সেই অংশে বোটক্স ইঞ্জেকশন দেওয়া হয় যেখানে ঘাম বেশি হয়। তাতে স্নায়ুগুলো অবশ হয়ে যায় ফলে সে ব্রেনে সঙ্কেত দিতে পারে না, তাই অত্যাধিক ঘাম হওয়া বন্ধ হয়ে যায়।
advertisement
এর পরে সাধারণত ২৪ ঘণ্টার কাছাকাছি সোজা হয়ে শুতে বারণ করেন ডাক্তাররা। ২ থেকে ৭ দিন সময় নেয় পুরোপুরি ঘাম হওয়া বন্ধ করার জন্য। মোটামুটি ২ সপ্তাহের মধ্যেই এর প্রভাব দেখা যেতে শুরু করে।
advertisement
কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে?
এই ট্রিটমেন্টে সাধারণত কোন প্রতিক্রিয়া হয় না। যদি হয়েও তাহলেও তা গুরুতর কিছু নয়। যেমন, ইঞ্জেকশনের জায়গায় ব্যথা, মাথা ব্যথা, সেই সঙ্গে অল্প জ্বর এলেও আসতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Botox For Excessive Sweating: অত্যধিক ঘামের সমস্যায় জেরবার? গরম পড়ার আগেই জেনে নিন প্রতিকারের উপায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement