Travel: বাংলার সীমান্তে রয়েছে এই সব জায়গা! ইতিহাসের খনি! ঘুরে আসুন চট করে

Last Updated:

Travel: যারা একটা দিন কোথাও ঘুরে আসার প্ল্যান করছেন তারা অবশ্যই ঘুরে দেখতে পারেন এই তিনটি জায়গা, একদিন ঘুরে দেখা সম্ভব। জানুন বিস্তারিত

+
লক্ষণনাথ

লক্ষণনাথ রাজবাড়ী

পশ্চিম মেদিনীপুর:পাশাপাশি দুই রাজ্য বাংলা ও ওড়িশা। একে অপরের ওপর ভরসা করে বসবাস সাধারণ মানুষের। মাঝখান দিয়ে বয়ে চলেছে শান্ত সুবর্ণরেখা নদী। নদীর এপারে বাংলা ওপারে ওড়িশা। তবে বাংলা থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই হয়েছে ট্রাভেল ডেস্টিনেশন। নদীর অপর পাড়ে ওড়িশার কয়েকটি জায়গা ঘুরে দেখার জন্য একদম পারফেক্ট।ঘুরতে যেতে পছন্দ করেন? প্রতিবছর দূর-দূরান্তে ট্যুর করেন? তবে এবার নতুন জায়গায় ঘুরে আসুন। একদিনের ছুটিতে ঘুরে দেখুন বাংলা ওড়িশা সংলগ্ন এলাকার একাধিক জায়গা। রাজবাড়ি থেকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বাঁধ এমনকি ইতিহাস ক্ষেত্র। যা আপনার মন মুগ্ধ করবে। পশ্চিমবঙ্গের সীমানায় রয়েছে এমন সুন্দর সুন্দর বেশ কয়েকটি ট্যুর ডেস্টিনেশন, যার নাম হয়ত শুনলেও আপনি ঘুরে দেখেননি।
আজ থেকে কয়েকশো বছর পেছনে গেলে দেখা যাবে, এককালে এটি ছিল এক যুদ্ধক্ষেত্র। মোগল পাঠানের যুদ্ধ হয়েছিল এই সকল এলাকায়। গড়ে ওঠে দুর্গ। এমন সুন্দর একটি ইতিহাস প্রসিদ্ধ জায়গা রয়েছে কলকাতা থেকে খুব কাছে পিঠে। বাংলা ওড়িশা সীমানা এলাকা নয়াগ্রাম ব্লকের নেকড়াশোল থেকে মাত্র দু থেকে তিন কিলোমিটার দূরে রয়েছে ওড়িশার রাইবনিয়া ফোর্ট বা দুর্গ। চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা বাংলা ওড়িশা সীমানা এলাকায় রয়েছে এই দুর্গ। ইতিহাস ঘেঁটে জানা যায়, ওড়িশা রাজারা কটক এবং পুরী শহরকে রক্ষা করার জন্য সুবর্ণরেখা নদীর পশ্চিম তীরে রাইবনিয়া দুর্গ নির্মাণের সিদ্ধান্ত নেন।এই দুর্গের গঠনশৈলী, সামনে থাকা মন্দির এবং গ্রামীণ এলাকায় এই ইতিহাস-ক্ষেত্র ঘুরে দেখলে আপনার মন ভাল হবে। জানতে পারবেন তৎকালীন সময়ের নানা ইতিহাস।
advertisement
advertisement
এছাড়াও এই দুর্গ থেকে মাত্র দু কিলোমিটার দূরে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা রাজবাঁধ। বেশ কয়েক কিলোমিটার দীর্ঘ এই বাঁধ যেন গাছের আচ্ছাদনে ঘিরে রেখেছে। বিকেলের যেন এক অসাধারণ ভিউ। পাশেই জমানো জল। ঠান্ডা ফুরফুরে মেজাজ থাকে সারাক্ষণ। রয়েছে বসার জায়গা, সবুজ গাছে ঘেরা একটি বাঁধ ঘুরে দেখলে আপনার মন ভাল হয়ে যাবে।
advertisement
বাংলা ওড়িশা সীমানায় রয়েছে একাধিক ইতিহাস। জড়িয়ে রয়েছে রাজাদের কাহিনি। বাংলা ওড়িশা সীমানার দাঁতন থেকে সামান্য কিছুটা দূরে বর্তমানে ওড়িশা রাজ্যের অধীন রাজবাড়ি, ইতিহাসক্ষেত্র এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি কৃত্রিম বাঁধ ঘুরে দেখলে আপনার মন ভাল হয়ে যাবে। বাংলা ওড়িশা সীমানা দাঁতন থেকে মাত্র তিন থেকে চার কিলোমিটার দূরেই রয়েছে লক্ষণনাথ রাজবাড়ি। বিশাল এলাকা জুড়ে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে রাজাদের তৈরি অট্টালিকা, রয়েছে একাধিক শিবের মন্দির, দূর্গা মণ্ডপ সহ একাধিক দেখার জিনিস। শুধু তাই নয়, রাজাদের বানানো এই রাজবাড়ির ভেতরেও ঘুরে দেখা যাবে। রয়েছে নানান ইতিহাসের খনি।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel: বাংলার সীমান্তে রয়েছে এই সব জায়গা! ইতিহাসের খনি! ঘুরে আসুন চট করে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement