Love-Travel: প্রেম ভেঙে যাবে ভাবছেন? একবার সঙ্গীকে নিয়ে এই জায়গায় আসুন! ভাঙা তো দূর জমে যাবে ভালবাসা!

Last Updated:

Love-Travel: কলকাতার খুব কাছেই আছে এই জায়গা! এখানে এলে মন ভাল হতে বাধ্য! ভাঙা সম্পর্কে ফিরবে নতুন প্রাণ! জানুন কীভাবে যাবেন

+
ঘোরার

ঘোরার দারুণ জায়গা

পশ্চিম মেদিনীপুর: প্রিয়জনের সঙ্গে একটা সন্ধ্যা কাটাতে চান একাকী, পাশাপাশি দুজন বসে একটু গল্প করতে চান? তবে আপনার জন্য মেদিনীপুর শহরে রয়েছে এক সুন্দর ডেস্টিনেশন। এর জন্য প্রয়োজন নেই দূরে কোথাও যাওয়ার, আপনার হাতের কাছেই রয়েছে এমন এক সুন্দর জায়গা। যা আপনি হয়ত আগে কখনও যাননি। তাই এবার সমস্ত কাজের শেষে বিকেলে প্রিয়জনকে নিয়ে ঘুরে দেখুন এই জায়গা। উপভোগ করুন দুর্দান্ত এক আবহাওয়া। নদীর শান্ত প্রবাহ, মৃদু ফুরফুরে বাতাস আপনাকে এক আলাদা আনন্দ দেবে। নিমিষেই দূর হয়ে যাবে আপনার সারাদিনের ক্লান্তি। তাই এবার সারাদিনের ক্লান্তি কাটাতে বিকেলের ডেস্টিনেশন হোক এই জায়গা।
মেদিনীপুর শহরের গা ঘেঁষে বয়ে চলেছে কংসাবতী নদী। নদীর উপরেই রয়েছে অনিকেট ড্যাম। ড্যামের গা ঘেঁষে ঝরে পড়ছে জল, পাথরের গা বেয়ে গড়িয়ে পড়ছে। ঠিক যেন ঝরনার এক প্রতিরূপ। নদীর পাড় বরাবর কংক্রিটের বাঁধানো। রয়েছে গাছের সুনিবিড় ছায়া। নদীর এক কিনারে বিকেলের সূর্যাস্ত, অন্যদিকে ঠান্ডা বাতাস মন ভাল করে দেবে আপনার। শহরের খুব কাছেই, শহুরে কচকচানি ছেড়ে আপনি ঘুরে দেখুন এই জায়গা। জানেন কোথায় রয়েছে?
advertisement
advertisement
মেদিনীপুর শহর থেকে সামান্য কয়েক কিলোমিটার দূরে অনিকেট ড্যাম। কংসাবতী নদীর জলকে ধরে রাখার জন্য এই ড্যাম তৈরি করা হয়েছে। তবে এই ড্যামের অপর পাশে এক দারুণ ছবি। সাদা ফ্যানার মত জল গড়িয়ে পড়ছে, জল গড়িয়ে পড়ার কুলকুল শব্দ, অন্যদিকে প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধতা দেবে। পাশে বসে আপনার প্রিয়জন, নিমিষেই বেশ কয়েকটা ঘণ্টা কেটে যাবে তা আপনি বুঝতে পারবেন না। তাই যারা নিজেকে একটু সময় দিতে চাইছেন, প্রিয়জনকে নিয়ে একটু সময় কাটাতে চান তবে ঘুরে দেখতে পারেন এই জায়গা।
advertisement
মেদিনীপুর শহরের আমতলা বাস স্টপেজে নেমে সামান্য কিছুটা গেলেই এই ড্যাম। তবে বিকেলে এখানে বহু পর্যটক আসেন ঘুরতে। উপভোগ করেন নদীর এক কিনারে সূর্যাস্ত। জলের উপর লাল আভা ক্যামেরাবন্দি করতে চান প্রত্যেকে। সঙ্গে প্রিয়জনের সঙ্গে সুমধুর কথা বার্তা, সারাদিনের মানসিক চাপ হালকা হওয়ার এক অন্যতম ওষুধ এই জায়গা। তাই অন্তত একদিন ঘুরে দেখুন মন ভাল হয়ে যাবে আপনার।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Love-Travel: প্রেম ভেঙে যাবে ভাবছেন? একবার সঙ্গীকে নিয়ে এই জায়গায় আসুন! ভাঙা তো দূর জমে যাবে ভালবাসা!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement