Traditional Durga Puja: সন্ধিক্ষণের মহাপুজোয় শূন্যে চালানো হয় গুলি, ঐতিহ্যের ধারাবাহিকতা আজও বহমান বুদবুদের বিশ্বাসবাড়িতে
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
সন্ধিক্ষণের মহাপুজোয় শূন্যে গুলি চালানো হয়। জ্বালানো হয় মশাল।
বুদবুদ, পশ্চিম বর্ধমান : সেই প্রাচীন ঐতিহ্য মেনে এখনও দেবীর পুজো হয় এখানে। প্রজন্মের পর প্রজন্ম ধরে একইভাবে রূপদান হয় মৃন্ময়ী মূর্তির। পরিবারের সদস্যরা বলছেন, এই পুজো ৩০০ বছরের বেশি পুরানো। এখনও পর্যন্ত বহু পুরানো সেই ঠাকুরদালানে দেবীর আগমন হয়। বিশাল ঠাকুর দালানটি আলোয় ঝলমল করে ওঠে।
বর্তমানে এই পুজোর অন্যতম হোতা এবং পরিবারের নবম প্রজন্ম অরুন কুমার বিশ্বাস বলছেন, তাঁদের পূর্বপুরুষ রামমোহন বিশ্বাসের হাত ধরে এই দুর্গাপুজো শুরু হয়। তাঁদের আগের পদবী ছিল গঙ্গোপাধ্যায়, তাঁরা বিশ্বাস উপাধি পেয়েছিলেন। তাঁদের পূর্বপুরুষ ছিলেন মুর্শিদাবাদের নবাব আলিবর্দি খানের খাজাঞ্চি। মুর্শিদাবাদ থেকে চলে আসার পর তিনি এই জায়গায় পুজো শুরু করেন তাঁর গুরুদেবের নির্দেশে।
advertisement
চারদিন ধরে দুর্গাপুজো উপলক্ষে এখানে বিশাল আয়োজন করা হয়। পরিবারের সদস্যরা অনেকেই এখন বাইরে থাকেন। কিন্তু পুজোর সময় সকলেই ফিরে আসেন। মহাষ্টমীর সন্ধিক্ষণে এখানে কামান দাগার নিয়ম ছিল। যদিও বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে কামান দুর্ঘটনার পর থেকে সেই নিয়মে বদল এসেছে। পরিবর্তে সন্ধিক্ষণের মহাপুজোয় শূন্যে গুলি চালানো হয়। জ্বালানো হয় মশাল।
advertisement
advertisement
পুজোর ঐতিহ্যের পাশাপাশি বিশ্বাস পরিবারের সদস্যরা এখনও প্রাচীন ঠাকুর দালানটিকে ধরে রেখেছেন আগের মত করে। নিয়মিত সাফ-সাফাই করা হয়। মেরামত করা হয়। পুজোর আগে নতুন রঙে সাজিয়ে তোলা হয় বহু প্রাচীন এই ঠাকুরদালানটি। পুজোর ঐতিহ্যের সঙ্গে পুরনো এই ঠাকুর দালানটিকে টিকিয়ে রাখা পরিবারের সদস্যদের কাছে একপ্রকার চ্যালেঞ্জ। যদিও সেই চ্যালেঞ্জের মোকাবিলা তাঁরা সাফল্যের সঙ্গেই করছেন।
advertisement
নয়ন ঘোষ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 13, 2024 5:25 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Traditional Durga Puja: সন্ধিক্ষণের মহাপুজোয় শূন্যে চালানো হয় গুলি, ঐতিহ্যের ধারাবাহিকতা আজও বহমান বুদবুদের বিশ্বাসবাড়িতে
