Birbhum Tourism: বোলপুরে শর্ট ট্যুর করবেন? কয়েকটা সস্তার হোমস্টে, সঙ্গে রুট ম্যাপ রইল

Last Updated:

Bolpur News: শান্তিনিকেতনে যে সমস্ত জায়গায় সাধারণের প্রবেশ নিষেধ আজকে দেখে নিন সেই সমস্ত জায়গা।

+
বোলপুর

বোলপুর শান্তিনিকেতন

বীরভূম: বীরভূমের মধ্যে অবস্থিত বোলপুর শহর। রাঙা মাটির জেলা বীরভূম আর এই রাঙ্গামাটির জেলা রাঙ্গামাটির শহর বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জড়িত শহর বোলপুর শান্তিনিকেতন।এই বোলপুর শান্তিনিকেতনের আনাচেকানাচে লুকিয়ে রয়েছে অনেক না জানা গল্প। লুকিয়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন স্মৃতি। দেশ ছড়িয়ে বিদেশ থেকেও প্রত্যেকদিন হাজার হাজার পর্যটক ছুটে আসেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের টানে।এই বোলপুর শহর আসতে গেলে আপনি আসতে পারেন ট্রেনে অথবা নিজস্ব গাড়িতে বিভিন্ন স্টেশন থেকে বোলপুর আসার জন্য একাধিক ট্রেন রয়েছে।
তবে মনের মধ্যে একাধিক ইচ্ছে থাকলেও কাজের চাপে অথবা ব্যক্তিগত কারণে বোলপুর শান্তিনিকেতন আসা হয়ে ওঠেনা। আর মূলত আজকের প্রতিবেদন তাদের জন্য। এক নজরে ঘুরে দিন গোটা বোলপুর শান্তিনিকেতন। এই বোলপুর শান্তিনিকেতনের মধ্যে রয়েছে কবিগুরুর একাধিক দর্শনীয় জায়গা।যেমন বোলপুর স্টেশন থেকে কিছুটা দূরেই রয়েছে রবীন্দ্র ভবন ও রবীন্দ্রস্মৃতিধন্য উদীচী, শ্যামলী, উদয়ন ও কোনার্ক। কাছেই স্টুডিও চিত্রভানু।
advertisement
advertisement
অদূরে রয়েছে মহর্ষির প্রাণের আরাম, মনের আনন্দ ও আত্মার শান্তির ছাতিমতলা। ১৮৬১ সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরের কাছে ২০ বিঘা জমি কিনে যে শান্তিনিকেতনের সূচনা করেন তা রবীন্দ্রনাথের হাতে বিশাল মহীরুহ হয়ে ওঠে। প্রসঙ্গত কয়েক মাস আগে ইউনেস্কো শান্তিনিকেতনের বেশ কিছু জায়গাতে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে। আর এই বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্ব অবস্থিত রয়েছে সোনাঝুড়ির হাট।
advertisement
এই সোনাঝুরি হাট এখন আগত পর্যটকদের কাছে এক অন্যতম ভ্রমণের জায়গা হয়ে দাঁড়িয়েছে।এই সোনাঝুরি হাটে কয়েক বছর আগে স্থানীয় এলাকার বাসিন্দারা নিছক কয়েকটি জিনিসপত্র নিয়ে বসতেন। তবে কালের স্রোতে যত চাহিদা বেড়েছে সোনাঝুড়ির হাটের ততই মেলার আকারে রূপ নিয়েছে এই হাট। একসময় শনিবার বড় আকারে এই সোনাঝুরির হাটের মেলা বসততবে এখন প্রায় প্রত্যেকদিন কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এই হাট বসে থাকে।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Birbhum Tourism: বোলপুরে শর্ট ট্যুর করবেন? কয়েকটা সস্তার হোমস্টে, সঙ্গে রুট ম্যাপ রইল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement