Tomato Storage Tips: ফ্রিজ নেই তো চিন্তাও নেই! এই টিপসেই এক সপ্তাহ পর্যন্ত টমেটো রাখুন তরতাজা...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Tomato Storage Tips: ফ্রিজ ছাড়াই টমেটো টাটকা রাখার ঘরোয়া উপায় হলো লবণ-হলুদে ভিজিয়ে শুকিয়ে রাখা, শুকনো মাটিতে চাপা বা কার্ডবোর্ড বাক্সে রাখা। এই সহজ টিপসগুলো মেনে চললে টমেটো সপ্তাহজুড়ে নষ্ট হবে না এবং অর্থ সাশ্রয় হবে।
Tomato Storage Tips: আজকের দিনে সবজির দাম আকাশছোঁয়া। বিশেষ করে টমেটো, যা প্রায় প্রতিটি রান্নার স্বাদ বাড়িয়ে দেয়। তাই টমেটো নষ্ট হয়ে গেলে শুধু রান্নার অসুবিধাই নয়, অর্থনৈতিক ক্ষতিও হয়। বেশিরভাগ মানুষ টমেটো সরাসরি ফ্রিজে রাখেন, কিন্তু কিছু সহজ দেশি টিপস মেনে চললে ফ্রিজ ছাড়াই টমেটো এক সপ্তাহ পর্যন্ত ফ্রেশ রাখা যায়।
টমেটোকে লবণ-হলুদের জলে ভিজিয়ে রাখুন
সবচেয়ে সহজ উপায় হলো টমেটোকে আধা চামচ লবণ ও সামান্য হলুদ মিশ্রিত জলে কয়েক মিনিট ভিজিয়ে রাখা। এতে টমেটোর উপরিভাগের ব্যাকটেরিয়া ও ময়লা দূর হয়। তারপর পরিষ্কার জলে ধুয়ে শুকিয়ে নিন। একটি খোলা পাত্রে সাদা কাগজ বিছিয়ে প্রতিটি টমেটো কাগজে মুড়ে রাখুন, আর ডাঁটা দিকটি নিচে দিন। ঠান্ডা ও শুকনো স্থানে রাখলে টমেটো সপ্তাহের পর সপ্তাহ নষ্ট হবে না।
advertisement
advertisement
মাটিতে টমেটো চাপা দিয়ে রাখার দেশি পদ্ধতি
গ্রামে অনেকেই প্রজন্ম ধরে পেঁয়াজ, আলু, টমেটো ইত্যাদি মাটিতে চাপা দিয়ে সংরক্ষণ করেন। শুকনো মাটি ভর্তি একটি পাত্র বা টবে টমেটো চাপা দিয়ে রাখুন। যখনই প্রয়োজন হবে শুকনো হাতে টমেটো বের করে মাটি ভালোভাবে ঝেড়ে নিন। গরমকালে এটি বিশেষভাবে কার্যকর।
advertisement
৩. কার্ডবোর্ডের বাক্সে টমেটো সংরক্ষণ
যাদের ফ্রিজ নেই বা ফ্রিজে জায়গা কম, তারা টমেটো কার্ডবোর্ডের বাক্সে রাখতে পারেন। আগে টমেটো ধুয়ে, মুছে শুকিয়ে নিন। তারপর খোলা বাক্সে এমনভাবে রাখুন যেন একটির সঙ্গে আরেকটি না ঠেকে। সপ্তাহে একবার হালকা রোদে দেখিয়ে নিলে টমেটো অনেকদিন পর্যন্ত তাজা থাকবে।
advertisement
টমেটো খাওয়ার স্বাস্থ্য উপকারিতা
টমেটো শুধু খাবারের স্বাদ বাড়ায় না, স্বাস্থ্যের জন্যও ভীষণ উপকারী। এতে রয়েছে লাইकोপেন, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয়। টমেটো খেলে ত্বক উজ্জ্বল হয়, হজম ভালো থাকে এবং হৃদ্রোগের ঝুঁকি কমে। এজন্য চিকিৎসকরা প্রতিদিনের খাবারে টমেটো রাখার পরামর্শ দেন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2025 8:05 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tomato Storage Tips: ফ্রিজ নেই তো চিন্তাও নেই! এই টিপসেই এক সপ্তাহ পর্যন্ত টমেটো রাখুন তরতাজা...