করোনা ভাইরাসের কারণে গোটা দেশে লকডাউন চলছে ৷ এই লকডাউনের ফলে প্রতিটি মানুষকেই আবেদন জানানো হয়েছে বা হচ্ছে বাড়িতে থাকতে ৷ বাড়িতে থাকা ছাড়া করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ার আর কোনও রাস্তা নেই ৷ করোনার থাবা থেকে বাঁচতে বাড়িতে থাকাটাই এক এবং একমাত্র উপায় ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বা রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বারেবারে রাজ্যবাসীর কাছে আবেদন জানানো হচ্ছে যাতে কোনও ভাবেই বাড়ির বাইরে না বেরোন কেউ ৷
বাড়ি থেকেই লড়তে হবে করোনার বিরুদ্ধে করোনা ভাইরাস রীতিমত সাড়া ফেলেছে ৷ গোটা বিশ্বতেই এখন লকডাউন ৷ বাড়িতে থাকতে থাকতেই সবাই নিজের মত করে বিনোদন করছেন ৷ কেউ গান গাইছেন তো কেউ নাচছেন ৷ কেউ বা কবিতা পাঠ করছেন তো কেউ অভিনয় ৷ এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে মেয়েকে বাড়িতে রাখতে বাবা মায়ের এক অসাধারণ প্রয়াস ৷ ক্যামেরার সামনে মেয়ে একটি গানের সঙ্গে লিপ দিচ্ছেন প্রোডাকশন ভ্যালু বাড়াতে বাবা মায়ের অকৃত্রিম প্রয়াস ৷ সেই টিকটক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ৷ ভিডিও-র সত্যতা যাচাই করিনি আমরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Facebook viral, Super video, Viral Video