Durga Puja Fashion 2023: পুজোর সাজে ভারী ঝোলা দুল পরে কানে ব্যথা? যত্ন নিন এভাবে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Durga Puja Fashion 2023: একটানা বেশ ক’দিন ভারী ঝোলা দুল পরলে কানের লতিতে অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে।
পুজোর সময় বেশিরভাগ মহিলাই কমবেশি সাজেন। জমকালো সাজের অঙ্গ কানে ভারী দুল। শারদ সাজে শাড়ি বা সালোয়ার কামিজের সঙ্গে ভারী, ঝোলা দুল বেশ ভালই লাগে দেখতে। কিন্তু অনেকেরই ভারী দুল পরলে কানের লতিতে ব্যথা হয়। তাছাড়া একটানা বেশ ক’দিন ভারী ঝোলা দুল পরলে কানের লতিতে অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে। পুজোর পর কানের লতির যত্ন নিন এভাবে-
# পুজোর পর কানের লতিকে বিশ্রাম দিন। পারলে কিছু দিন ভারী ঝোলা দুল পরবেন না
# কানে দুল পরার যে অংশ সেটি ভাল করে পরিষ্কার করবেন। না হলে কিন্তু ঘাম, ময়লা জমে দুর্গন্ধ তৈরি হতে পারে।
advertisement
# ঝোলা দুল পরার আগে কানের লতিতে ভাল করে ময়শ্চারাইজার মালিশ করুন ভাল করে
advertisement
# তার পর কানে হাত দেবেন না। কিছু ক্ষণ অপেক্ষা করে ময়শ্চারাইজার শুকিয়ে এলে দুল পরে নিন।
# ওষুধের দোকানে আঞ্চলিক অংশ সাময়িকভাবে অবশ করার ক্রিম পাওয়া যায়। সেটি ব্যবহার করতে পারেন।
# কানের দুল লতির সঙ্গে ধরে রাখার জন্য সব সময় প্লাস্টিক বা রাবারের তৈরি প্যাঁচ ব্যবহার করুন। দুলের ধাতব প্যাঁচ এড়িয়ে চলুন।
advertisement
যদি দুল পরে সংক্রমণ বা ব্যথা না সারে ঘরোয়া টোটকায়, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 26, 2023 4:41 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja Fashion 2023: পুজোর সাজে ভারী ঝোলা দুল পরে কানে ব্যথা? যত্ন নিন এভাবে