Study from Home : সন্তানের অনলাইন ক্লাসে এই নিয়মগুলি মানছেন তো? নয়তো ক্ষতি অপূরণীয়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
আপনার শিশু এতদিনে অভ্যস্ত হয়ে উঠেছে, নিউ নর্মালে (new normal), তাও দেখে নিন ওর বাড়ি থেকে স্কুল করার সুবিধে-অসুবিধে
প্রায় দু বছর হতে চলল অষ্টম শ্রেণী অবধি পড়ুয়ারা স্কুল করছে বাড়ি থেকে (school from home) ৷ নিরাপত্তা ও সুস্থতার স্বার্থে তারা বিসর্জন দিয়েছে স্কুলজীবনের অনেক আনন্দ৷ করোনা ভাইরাসের নিত্যনতুন ভ্যারিয়্যান্টের আগমনে সর্বস্তরে অফলাইন স্কুল (offline class) এখনও অনিশ্চিত৷ যদিও আপনার শিশু এতদিনে অভ্যস্ত হয়ে উঠেছে, নিউ নর্মালে (new normal), তাও দেখে নিন ওর বাড়ি থেকে স্কুল করার সুবিধে-অসুবিধে৷
পড়ায় মনঃসংযোগ ব্যাহত করার সুযোগ বাড়িতে প্রচুর৷ স্কুলের মতো চেয়ারে সোজা হয়ে বসতেই হয়তো চাইছে না অনেক বাচ্চা৷ ড্রয়িং রুম বা বেডরুম থেকে ক্লাস করার সময় মাঝে মাঝেই বালিশে হেলান দিয়ে শুয়ে পড়ছে৷ এতে কিন্তু পড়া থেকে মন চলে যাওয়ার আশঙ্কা থেকেই যায়৷ তাই বাড়ির নির্দিষ্ট একটা কোণে ওর জন্য অনলাইন ক্লাসের জায়গা তৈরি করে দিন৷ বসার ব্যবস্থা করুন চেয়ার টেবিলে৷ দেখুন সেখানে যেন পর্যাপ্ত আলো থাকে৷ ইন্টারনেট সংযোগও যেন নিরবচ্ছিন্ন হয়৷ বাচ্চাকেই শেখান নিজের ‘স্টাডি জোন’-এর যত্ন নিতে৷
advertisement
আরও পড়ুন : স্বাদ ও উপকারিতায় জুড়িহীন, শীতে ভাল থাকতে খেতেই হবে এই পাঁচটি খাবার
এখন শিক্ষাব্যবস্থায় প্রবলভাবে এসে গিয়েছে ‘স্মার্ট স্কুলিং’৷ পাওয়ার পয়েন্ট, ভিডিও, অডিও মাধ্যমে শেখানো হচ্ছে৷ বাচ্চা একটু বড় হয়ে গেলেও শুধু নোটস না দিয়ে ওকে এই মাধ্যমে পড়াশোনা করান৷ পড়াও হবে, আবার একঘেয়েমিও কাটবে৷
advertisement
আরও পড়ুন : শীতে সুস্থ থাকতে নিয়মিত বেশি করে খান মাছের তেল
স্কুলে যাওয়া বন্ধ মানে সারা দিন কোনও রুটিনও নেই-এই ধারণা যেন বাচ্চার মনে তৈরি না হয়ে যায়৷ বাড়িতেও রুটিন তৈরি করুন ওর জন্য৷ দিনের কোন সময় কোন কাজ করবে, সে সব নির্দিষ্ট করে দিন৷
advertisement
আরও পড়ুন : সামনেই বিয়ে? দাম্পত্য মসৃণ রাখতে মনে রাখুন এই কথাগুলি
পড়াশোনার পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেই পারেন৷ কিন্তু সাহায্য করার নামে ক্ষতি করবেন না৷ আড়াল থেকে উত্তর বলে দেওয়া, পরীক্ষা দেওয়ার সময় সাহায্য করা বা কোনও অনৈতিক উপায়ে পরীক্ষা দিতে দেবেন না৷ এক বার এই ফাঁকির প্রলোভনের ফাঁদে পা দিলে কিন্তু অপূরণীয় ক্ষতি হবে৷ পরে অফলাইন ক্লাস শুরু হলে সেই লোকসান সামলে ওঠা যাবে না৷
advertisement
অনলাইন ক্লাস হয়ে গেলে শিক্ষক বা শিক্ষিকা যখন লগ আউট করতে বলছেন, তার পর বাচ্চাকে আর মোবাইল বা ইন্টারনেটের কোনও মাধ্যমের সামনে রাখবেন না৷ মনে রাখুন, লগ আউট মানে সত্যি ইন্টারনেট থেকে কিছু ক্ষণের জন্য লগ আউট৷ সে সময় চোখ এবং মস্তিষ্ককে বিশ্রাম দিন৷ পরে আবার বাচ্চাকে পড়াতে বসান৷ সন্ধ্যায় হোমওয়ার্ক, রিভিশন সবই করান৷ স্কুলে না গেলেও পুরনো অভ্যাস থেকে সম্পূর্ণ যেন বিস্মৃত না হয়, সেদিকে খেয়াল রাখুন৷ প্রয়োজন ছাড়া ফোন-সহ অন্য ডিভাইসের সঙ্গে বাচ্চাকে বেশি সময় কাটাতে দেবেন না৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2021 4:41 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Study from Home : সন্তানের অনলাইন ক্লাসে এই নিয়মগুলি মানছেন তো? নয়তো ক্ষতি অপূরণীয়