Glow on your wedding day : এই মাঘে আপনারও কি চার হাত এক হচ্ছে? জেনে নিন কী ভাবে বিয়ের দিন হয়ে উঠবেন নজরকাড়া সুন্দরী!

Last Updated:

কী ভাবে বিয়ের দিন নিজের উজ্জ্বল ত্বক আগে থেকেই তৈরি রাখবেন সেই প্রস্তুতির হাল হদিশ বলে দিচ্ছি আমরা।

বিয়ের দিন সব কনেরাই চান যে তাঁদের যেন সবার চেয়ে সুন্দর দেখতে লাগে। কিন্তু শুধু ওই দিন একগাদা মেকআপ করলেই সেই উদ্দেশ্য পূর্ণ হওয়া সম্ভব নয়। এর জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। কী ভাবে বিয়ের দিন নিজের উজ্জ্বল ত্বক আগে থেকেই তৈরি রাখবেন সেই প্রস্তুতির হাল হদিশ বলে দিচ্ছি আমরা (how to glow on your wedding day)।
ত্বক আর্দ্র রাখতে হবে
আর্দ্র ত্বক রাখা হল এই প্রস্তুতির প্রথম ধাপ। এর জন্য বেছে নিতে হবে একটি তেলযুক্ত ময়েশ্চারাইজার। এটা নিয়ম করে প্রতিদিন মুখে লাগাতে হবে। ত্বকেরে উপরিভাগে ময়েশ্চারাইজার লাগালে আর্দ্রতা আটকে থাকবে ত্বকে। আর এর জেরেই বিয়ের দিন ফুটে উঠবে জেল্লা। আমন্ড বাদামের তেল হল সেরকমই একটি ময়েশ্চারাইজার যা মুখে লাগানো যেতে পারে।
advertisement
advertisement
মুখে সাবান দেওয়া একদম চলবে না। বিশেষ করে সুগন্ধি দেওয়া সাবান মুখ থেকে বাড়তি তেল শুষে নিয়ে ত্বক শুষ্ক করে দেয়। যদি মুখের ময়লা পরিষ্কার করতে হয় তাহলে আর্দ্রতা নিয়ে আসে এরকম ক্লেঞ্জিং মিল্ক ব্যবহার করা যেতে পারে। ঘরোয়া টোটকা ব্যবহার করতে চাইলে হুইট ব্র্যান আর মালাই একসঙ্গে মুখে ঘষা যেতে পারে। সাবান একান্তই ব্যবহার করতে চাইলে ময়েশ্চারাইজিং সোপ ব্যবহার করা যায়।
advertisement
সানস্ক্রিন ব্যবহার করতে হবে
সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করে। তাই বাইরে বেরোলে সানস্ক্রিন লাগাতে ভুলে গেলে চলবে না। এমনকি যেদিন খুব রোদ উঠবে সেদিন ঘরের মধ্যেও সানস্ক্রিন মেখে থাকতে হবে।
আরও পড়ুন : এই অর্ডারে খান, রক্তে শর্করার মাত্রা থাকবে কম
ভিতর থেকে আর্দ্র থাকতে হবে
advertisement
ত্বকের আর্দ্রতা শুধু বাইরে থেকে নিয়ে আসলে হবে না, আর্দ্র থাকতে হবে ভিতর থেকেও। আর এর জন্য প্রচুর পরিমাণে জল পান করতে হবে সারাদিনে।
রেটিনয়েডস দরকার
ডার্ক সার্কল দূর করতে গেলে রেটিনলযুক্ত ক্রিম ব্যবহার করতে হবে। রেটিনল কোলাজেন উৎপন্ন করে। শসা, টম্যাটো, আলু এগুলো দিয়েও ডার্ক সার্কল দূর করা যায়। এছাড়া টি ব্যাগ চোখের নিচে রাখলেও কাজ দেয়।
advertisement
ত্বক টানটান রাখতে এবং সমস্ত দাগছোপ দূর করতে গেলে সিও২ লেজার ট্রিটমেন্ট করানো যেতে পারে। এই ট্রিটমেন্টে ত্বক তার তারুণ্য ফিরে পাবে।
লিপোক্রাফট ট্রিটমেন্ট
যদি ত্বকের সমস্যা খুব গভীর হয়, অর্থাৎ যদি অ্যাকনে বা কোনও ক্ষতের দাগ দূর করতে হয় তাহলে এই ট্রিটমেন্টের সাহায্য নেওয়া যায়।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Glow on your wedding day : এই মাঘে আপনারও কি চার হাত এক হচ্ছে? জেনে নিন কী ভাবে বিয়ের দিন হয়ে উঠবেন নজরকাড়া সুন্দরী!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement