Relationship Tips: পায়ে-পা লাগিয়ে ঝগড়া করেন ননদ? সংসারে শান্তি বজায় রাখতে উপায় কী?

Last Updated:

How To Balance Your Relationship With Your Sister-In-Law: বাড়িতে ননদ ঝামেলা করলে তাঁকে করতে দেওয়া যাক। কিন্তু নিজেকে সেই সব ঝামেলা থেকে দূরে রাখতে হবে।

Image is used for Representational Purpose
Image is used for Representational Purpose
#কলকাতা: কথায় আছে, ননদিনী রায়বাঘিনী! বিয়ের পর শ্বশুরবাড়িতে পা রাখার পর শ্বশুর-শাশুড়ি কেমন হবেন, এটা নিয়ে মেয়েদের একটা আশঙ্কা থাকে। শুধু তা-ই নয়, ননদ (Sister-in-law) থাকলে ননদকে নিয়েও মনের মধ্যে একটা ধন্দ থেকেই যায়। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায়, ননদই বৌদির ভাল বন্ধু হয়ে উঠছে। কিন্তু ননদ যদি অতিরিক্তি নাটুকে (Dramatic) অথবা কলহপ্রিয় হয়, তা হলে কিন্তু মুশকিল!
ধরা যাক, বৌদিটি খুবই সাধারণ, শান্ত এবং বিনয়ী। কিন্তু ননদিনীটি অতিরিক্ত নাটুকে। যখন-তখন চিল-চিৎকার করা, গোলমাল বাঁধানো- এ সব করতে একেবারে পা বাড়িয়ে রাখেন ননদিনীটি । শুধু তা-ই নয়, রীতিমতো পায়ে-পা লাগিয়ে ঝগড়া করেন। তখন বৌদির জন্য খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। এমন অনেক সময় আসে, যখন সহ্যের সীমাও পেরিয়ে যায়। ফলে সংসারে সমস্যা অবশ্যম্ভাবী হয়ে পড়ে। তাই জেনে নেওয়া যাক, এমন স্বভাবের ননদকে সামলাতে কী কী করণীয়।
advertisement
‘যা ইচ্ছে তা-ই করুক, আমার কী?’:
advertisement
বাড়িতে ননদ ঝামেলা করলে তাঁকে করতে দেওয়া যাক। কিন্তু নিজেকে সেই সব ঝামেলা থেকে দূরে রাখতে হবে। ননদ কটু কথা বললেও তাতে কান না দেওয়ারই চেষ্টা করতে হবে। কারণ ওটাই তার স্বভাব। অনেক সময় দেখা যায়, ননদ সব সময় কেন্দ্রবিন্দুতে থাকতে চাইছে। তাই পাত্তা না দিয়ে যেটা চাইছে, সেটা করতে দেওয়াই বুদ্ধিমানের কাজ! কিন্তু ননদের উস্কানিমূলক কথাবার্তায় কান দিলে চলবে না। ঘরে ঝামেলা চললে সেই ঘর ছেড়ে আশপাশে কোথাও ঘুরে আসা যায়। অথবা ননদ যদি ঘরে দাঁড়িয়ে ঝামেলা করে, তা হলে তাকেই ঘর থেকে বেরিয়ে যেতে বলা যায়।
advertisement
‘যে ভাবেই হোক, আমায় মাথা ঠান্ডা রাখতে হবে’:
এমন অনেক মানুষ থাকে, যারা অন্যকে উস্কে দিয়ে মজা দেখতে ভালোবাসে। আসলে এরা অন্যের দুর্বলতা জেনে নেয় এবং তার সুযোগ নেয়। ননদ যদি এমন ধরনের মানুষ হয়, তা হলে বৌদির চুপ করে না-থাকাই ভালো। হয়তো এমন ঝামেলা করল যে, তা সীমা অতিক্রম করে গেল। তখন ননদকে যোগ্য জবাব দিয়ে চুপ করিয়ে দেওয়া উচিত। তবে রেগে গেলেও মাথা ঠাণ্ডা রেখে উত্তর দিতে হবে। মনে রাখতে হবে, এমন কিছু বলা উচিত নয়, যেটা অপর দিকে থাকা মানুষটাকে আঘাত করে।
advertisement
‘এক জায়গায় বসে কথা বলে নিই’:
ঠাণ্ডা মাথায় বসে ননদের সঙ্গে কথা বলতে হবে। নম্র অথচ একটু কঠোর ভাবে তাকে বলতে হবে, কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কখন সে অতিরিক্ত প্রতিক্রিয়া দিয়ে ফেলছে। যে বিষয়গুলো আঘাত করছে, সেগুলোও তাকে পরিষ্কার ভাবে জানাতে হবে। এমনকী, একটা সীমারেখা টেনে দিতে হবে। সব সম্পর্কেই সমস্যার ক্ষেত্রে এক জায়গায় বসে কথা বললে অনেক সময় সমাধান বেরিয়ে আসে। এ ক্ষেত্রেও হয় তো তেমনটাই হতে পারে।
advertisement
সঙ্গীর সঙ্গে আলোচনা:
ননদের সঙ্গে ঝামেলার জন্য নিজের সঙ্গীর উপর রাগ প্রকাশ না-করাই উচিত। বরং তাঁর সঙ্গে বসে এই বিষয়ে কথা বললে হয় তো সমাধান বেরিয়েও আসতে পারে। এমনকী, ননদের সঙ্গে ঝামেলা হলে যেটা নিজেরা করা যাচ্ছে না, সেটা হয় তো সঙ্গী করতে পারবেন, তাই তাঁকে না চটানোই উচিত হবে!
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Relationship Tips: পায়ে-পা লাগিয়ে ঝগড়া করেন ননদ? সংসারে শান্তি বজায় রাখতে উপায় কী?
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement