বাসন ছাড়াও ঘরের প্রয়োজনীয় সামগ্রীর সাফাইয়ে ডিশ ওয়াশ ব্যবহার করছেন? আজই তা বন্ধ করুন! কারণ জানলে চমকে উঠবেন

Last Updated:

অনেকে ঘরের নানা সামগ্রী পরিষ্কার করতে সেই ডিশ ওয়াশই ব্যবহার করে থাকেন। কিন্তু সেটা কি আদৌ ঠিক?

বাসন ছাড়াও ঘরের প্রয়োজনীয় সামগ্রীর সাফাইয়ে ডিশ ওয়াশ ব্যবহার করছেন? আজই তা বন্ধ করুন
বাসন ছাড়াও ঘরের প্রয়োজনীয় সামগ্রীর সাফাইয়ে ডিশ ওয়াশ ব্যবহার করছেন? আজই তা বন্ধ করুন
বাসনকোসন ধোওয়ার জন্যই আমরা সাধারণত ডিশ ওয়াশ সাবান কিংবা লিক্যুইড সোপ ব্যবহার করে থাকি। এমনকী ডিশ ওয়াশ ব্যবহার করে রান্নাঘরের টাইলস কিংবা ওভেনও পরিষ্কার করা হয়। আসলে রান্নাবান্না করার সময় ওভেন কিংবা টাইলসে তেলচিটে ভাব দেখা যায়। সেই তৈলাক্ত ভাব কাটানোর ক্ষেত্রে অন্যতম সমাধান হল সেই ডিশ ওয়াশই!
কিন্তু বিষয়টা রান্নাঘর কিংবা বাসনকোসনেই আটকে থাকে না। অনেকে ঘরের নানা সামগ্রী পরিষ্কার করতে সেই ডিশ ওয়াশই ব্যবহার করে থাকেন। কিন্তু সেটা কি আদৌ ঠিক? আসলে এমন কিছু সামগ্রী থাকে, যা ডিশ ওয়াশ ব্যবহার করে কখনওই পরিষ্কার করা উচিত নয়। কারণ তাতে সেই জিনিসগুলিরই ক্ষতি হয়। তা-হলে জেনে নেওয়া যাক, কোন কোন জিনিসগুলি ডিশ ওয়াশ দিয়ে ধোওয়া ঠিক নয়।
advertisement
advertisement
ডিশ ওয়াশ দিয়ে কাপড় ধোওয়া যাবে না:
অনেক সময় হয়তো বাড়িতে ডিটারজেন্ট ফুরিয়ে গেল। কিন্তু সেই সময় কী করণীয়? অনেকেই তাই ডিশ ওয়াশ ব্যবহার করেই জামা-কাপড় কেচে নেন। কিন্তু এতে কাপড়ের ময়লা তো পরিষ্কার হয়ই না, উল্টে কাপড়ের রঙ বিবর্ণ বা ফ্যাকাসে হয়ে যায়। ফলে জামা-কাপড়ের সেই জৌলুসটাই হারিয়ে যায়। তা-হলে বোঝাই যাচ্ছে, কাপড়-জামা ধোওয়ার জন্য ডিশ ওয়াশ ব্যবহার করলে চলবে না।
advertisement
নন-স্টিক থালা-বাসন ধোয়া এড়িয়ে চলতে হবে:
সাধারণ বাসনকোসন মাজার ডিশ ওয়াশ ব্যবহার করে নন-স্টিক বাসন মাজা উচিত নয়। আসলে নন-স্টিক বাসন কাস্ট আয়রন বা ঢালাই লোহা দিয়ে তৈরি করা হয়। ফলে নন-স্টিক বাসনকোসন পুড়ে যায় না। এই কারণে নন-স্টিক বাসন মাজার জন্য সাধারণ সাবান কিংবা নুন ব্যবহার করাই বাঞ্ছনীয়।
advertisement
গাড়িও সাফাই করা উচিত নয়:
কেউ কেউ গাড়ি পরিষ্কার করার জন্য ডিশ ওয়াশও ব্যবহার করে থাকেন। কিন্তু এতে গাড়ির রঙ ফিকে হতে শুরু করে। এমনকী ডিশ ওয়াশের মধ্যে উপস্থিত রাসায়নিকের কারণে গাড়ির কাচেও স্ক্র্যাচ পড়ে। তাই গাড়ি ধোওয়ার ক্ষেত্রে ডিশ ওয়াশ এড়িয়ে চলাই ভাল। তার পরিবর্তে বরং রাসায়নিকমুক্ত শ্যাম্পুই ব্যবহার করা শ্রেয়।
advertisement
চামড়ায় ডিশওয়াশ ব্যবহার করা ঠিক নয়:
চামড়ার তৈরি সামগ্রী থেকেও ডিশ ওয়াশ দূরে রাখতে হবে। তাই চামড়ার আসবাবপত্র, জামাকাপড়, মানিব্যাগ কিংবা জুতো পরিষ্কারের ক্ষেত্রে ডিশ ওয়াশ এড়িয়ে চলাই ভাল। কারণ এতে চামড়ার ঔজ্জ্বল্য তো নষ্ট হয়ই, সেই সঙ্গে চামড়ায় ফাটা-ফাটা ভাব আসে এবং সাদা দাগও দেখা যায়।
মেঝে পরিষ্কার করা উচিত নয়:
advertisement
অনেকে ঘরের মেঝে পরিষ্কার করতে ডিশ ওয়াশ ব্যবহার করে থাকেন। কিন্তু এতে হিতে বিপরীত হয়! মেঝে তো পরিষ্কার হয়ই না, উল্টে মেঝেতে সাদা দাগ পড়ে যায়। আর মেঝের চকচকে ভাবও ফিকে হয়ে আসতে থাকে। তাই ঘরের মেঝে ঝকঝকে তকতকে রাখতে লেবুর রস, সাদা ভিনিগার, চা-পাতা অথবা ফ্লোর ক্লিনার ব্যবহার করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বাসন ছাড়াও ঘরের প্রয়োজনীয় সামগ্রীর সাফাইয়ে ডিশ ওয়াশ ব্যবহার করছেন? আজই তা বন্ধ করুন! কারণ জানলে চমকে উঠবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement