Durga Puja Weather Update: নিম্নচাপ তৈরি হচ্ছে, পুজোয় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সপ্তমী এবং অষ্টমী দু’দিনই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত। এই দু’দিনে দক্ষিণবঙ্গের দশ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গে বৃষ্টি অপেক্ষাকৃত কম।
বিশ্বজিৎ সাহা, কলকাতা: পুজোয় নিম্নচাপ তৈরি হচ্ছে। এর ফলে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে। সপ্তমী এবং অষ্টমী দু’দিনই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত। এই দু’দিনে দক্ষিণবঙ্গের দশ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গে বৃষ্টি অপেক্ষাকৃত কম।
উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে শনিবার তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত শক্তিশালী হবে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এটি মিশে যাবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের সঙ্গে। এর ফলে রবিবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। এর ফলে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
কলকাতায় মূলত মেঘলা আকাশ। পরে আংশিক মেঘলা আকাশ ৷ বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
advertisement
আজ, শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশি। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৭ থেকে ৯১ শতাংশ। বৃষ্টি হয়নি।
advertisement
কলকাতার আবহাওয়া
পঞ্চমী ও ষষ্ঠীতে আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।সপ্তমী থেকে পুরোপুরি মেঘলা আকাশ দশমী পর্যন্ত। সপ্তমী ও অষ্টমী দু’দিনই মাঝারি মাপের বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সংলগ্ন কলকাতার অংশে দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। নবমী ও দশমীতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা কিছুটা কমবে অষ্টমী থেকে।
advertisement
দক্ষিণবঙ্গের আবহাওয়া
পঞ্চমী ও ষষ্ঠীতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শনিবার দুপুর বা বিকেল পর্যন্ত আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়বে।
সপ্তমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা চার থেকে পাঁচ জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় মাঝারি মাপের কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। পুরোপুরি মেঘলা আকাশ।
advertisement
অষ্টমীতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। মূলত পশ্চিমের জেলাগুলিতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও মাঝারি মাপের বৃষ্টির সম্ভাবনা। দিনভর মেঘলা আকাশ।
নবমী ও দশমীতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দশমীতে।
advertisement
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি দুটোই বাড়বে রবিবার পর্যন্ত। অর্থাৎ সপ্তমী পর্যন্ত বৃষ্টি কম থাকবে উত্তরবঙ্গে। অষ্টমী থেকে বৃষ্টি বাড়বে ৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। মেঘলা আকাশের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। নবমীতে বৃষ্টি আরও একটু বাড়তে পারে। উপরের দিকে দু এক জেলায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকবে। দশমী পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
advertisement
শনিবার উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এছাড়াও একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে কর্ণাটক উপকূল পর্যন্ত। যেখানে অন্ধ্রপ্রদেশ উপকূলে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
রবি ও সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 30, 2022 9:40 AM IST