Makeup Tips: পার্লার যেতে হবে না, ১০ মিনিটে নায়িকাদের মতো সাজ, বিয়ের মরশুমে শিখে নিন মেকআপের সহজ উপায়
- Published by:Ankita Tripathi
- trending-desk
Last Updated:
Makeup Tips: সুপরিচিত বিউটিশিয়ান পুতুল সিং, যিনি বিগত ১৩ বছর ধরে এই ক্ষেত্রে কাজ করছেন, তিনি ১০ মিনিটে দ্রুত মেকআপ করার একটি সহজ উপায় জানালেন।
আজকের ব্যস্ত জীবনে নিজের প্রতি মনোযোগ দেওয়া খুবই কঠিন হয়ে পড়েছে। সময়ের অভাবে মানুষ প্রায়ই মেকআপ করা বন্ধ করে দেয়। বিশেষ করে যখন কাউকে হঠাৎ করে কোনও গুরুত্বপূর্ণ কাজে চলে যেতে হয়, তখন মেকআপের জন্য সময় বের করা আরও কঠিন হয়ে পড়ে।
তবে এখন আর চিন্তা করার দরকার নেই, লোকাল 18-এর সঙ্গে আলাপচারিতায় সুপরিচিত বিউটিশিয়ান পুতুল সিং, যিনি বিগত ১৩ বছর ধরে এই ক্ষেত্রে কাজ করছেন, তিনি ১০ মিনিটে দ্রুত মেকআপ করার একটি সহজ উপায় জানালেন। তিনি বলেন যে, কেউ যদি নিজেদের হ্যান্ডব্যাগে মাত্র ৫ থেকে ৬টি মেকআপ পণ্য রাখেন, তাহলে হাঁটতে হাঁটতেও মেকআপ করতে পারবেন।
advertisement
advertisement
হ্যান্ডব্যাগে কী রাখা যেতে পারে –
পুতুল জানিয়েছেন যে, মেকআপের জন্য ভারী কিট লাগবে না। শুধু এই ৬টি জিনিস নিজেদের কাছে রাখতে হবে।
১) ময়েশ্চারাইজার
advertisement
২) টোনার
৩) কনসিলার
৪) ফাউন্ডেশন
৫) ফেস পাউডার
৬) লিপস্টিক এবং কাজল
কীভাবে ১০ মিনিটে মেকআপ করা যেতে পারে –
১) ময়েশ্চারাইজার দিয়ে শুরু করতে হবে (১ মিনিট):
মেকআপ শুরু করার আগে ময়েশ্চারাইজার লাগাতে হবে। এটি ত্বককে নরম ও হাইড্রেটেড রাখে।
advertisement
২) টোনার প্রয়োগ করতে হবে (১ মিনিট) –
টোনার মুখকে সতেজ ও উজ্জ্বল করে। এটি হালকা হাতে লাগাতে হবে।
৩) কনসিলার এবং ফাউন্ডেশন লাগাতে হবে (৩ মিনিট) –
মুখের কালো দাগ লুকোতে কনসিলার ব্যবহার করতে হবে। এর পর ফাউন্ডেশনের হালকা কোট লাগিয়ে ব্লেন্ড করতে হবে।
৪) ফেস পাউডার দিয়ে শেষ করতে হবে (১ মিনিট) –
advertisement
ফাউন্ডেশন সেট করতে ফেস পাউডার লাগাতে হবে। এতে মুখ স্বাভাবিক ও ম্যাট দেখাবে।
৫) লিপস্টিক লাগাতে হবে (২ মিনিট) –
নিজেদের পোশাক অনুযায়ী লিপস্টিকের শেড বেছে নিতে হবে এবং এটি লাগাতে হবে।
৬) কাজল দিয়ে চোখ সাজাতে হবে (২ মিনিট) –
কাজল দিয়ে চোখ সুন্দর করে তোলা যেতে পারে। কেউ চাইলে হালকা আইলাইনারও লাগাতে পারেন।
advertisement
বিউটিশিয়ানের পরামর্শ –
পুতুল জানিয়েছেন যে, এইসব পণ্য সবসময় নিজেদের হ্যান্ডব্যাগে রাখতে হবে। এটি করলে আর বড় মেকআপ কিট লাগবে না। ১০ মিনিটের মধ্যে সারা এই মেকআপ লুকটি যেকোনও পার্টি, ফাংশন বা অফিস মিটিংয়ের জন্য উপযুক্ত। তাই পরের বার কারও হাতে সময় কম থাকলে এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করা যেতে পারে এবং প্রতিটি অনুষ্ঠানে নিজেদের সবচেয়ে সুন্দর দেখানো যেতে পারে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 03, 2024 8:02 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Makeup Tips: পার্লার যেতে হবে না, ১০ মিনিটে নায়িকাদের মতো সাজ, বিয়ের মরশুমে শিখে নিন মেকআপের সহজ উপায়