104 Year Old Man: বয়স সেঞ্চুরি পার, অবশেষে মুক্তি! কোন অপরাধের সাজা কাটাচ্ছিলেন শতায়ু রসিক?
- Published by:Ankita Tripathi
- Reported by:Sebak Deb Sarma
Last Updated:
104 Year Old Man: দিব্যি হেঁটে চলে বেড়ান, জেলেও জারি রেখেছেন শরীরচর্চা, বাকি জীবনটা পরিবার-পরিজনের সঙ্গে কাটাতে চান শতায়ু রসিক।
মালদহ: সাক্ষী স্বাধীনতা আন্দোলন থেকে দেশের স্বাধীনতার। ১০৪ বছরেও নিয়মিত শরীরচর্চা করেন, আর দিব্যি হেঁটে চলেও বেড়ান। অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন মালদহের শতায়ু বন্দি রসিক মণ্ডল। মঙ্গলবার বিকেলে মালদা জেলা সংশোধনাগার থেকে তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেল পরিবার। মালদহের মানিকচকের পশ্চিম নারায়নপুরের বাসিন্দা রসিক মণ্ডল।
আধার কার্ড অনুযায়ী তাঁর বয়স প্রায় ১০৪ বছর। ১৯৮৮ সালে ভাইকে খুনের ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। খুনের চেষ্টার দায়ে ১৯৯২ সালে যাবজ্জীবন কারাদণ্ড হয় রসিকের। তখন তাঁর বয়স ৭২ বছর। পরে কলকাতা উচ্চআদালতে জামিন মঞ্জুর হওয়াতে বাড়ি ফিরেছিলেন। কিন্তু, ২৬ বছরের শুনানি শেষে উচ্চআদালত যাবজ্জীবনে সাজা বহাল রাখে। ফলে ২০১৮ সালে ফের জেলে ফিরে যান সেইসময় প্রায় ৯৮ বছরের রসিক।
advertisement
advertisement
কিন্তু, বরাবরই তাঁর ও পরিবারের দাবি ছিল তিনি নির্দোষ। আর এই কারণে জেলা আদালত এবং উচ্চ আদালতের পর সুপ্রিম কোর্টে মামলা শুরু করেন মানিকচকের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা রসিকের ছেলে পেশায় পরিযায়ী শ্রমিক উত্তম মণ্ডল। যতবারই জেলবন্দি বাবার সঙ্গে দেখা করতে গিয়েছেন ততবারই বাড়ি ফেরার জন্য আকুল মিনতি ছিল তাঁর।
advertisement
জীবদ্দশায় বাবাকে জেলমুক্ত করার সংকল্প নেয় ছেলে উত্তম। ছয় বছর সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের পর মিলেছে জামিনের নির্দেশ। এখনই আর জেলে ফেরার আশঙ্কা নেই। তাই, শতায়ু বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পেরে খুশি পরিযায়ী শ্রমিক ছেলে। গত কয়েক দশকে বাবাকে জেল মুক্ত করতে বিভিন্ন আদালতে কয়েক লক্ষ টাকা খরচ করে মামলা করতে হয়েছে।
advertisement
বাড়িতে স্বামী ফেরার অপেক্ষায় ৯২ বছরের স্ত্রী মিনা মণ্ডল। তাঁকে দেখতে ইতিমধ্যেই গ্রামে ফিরেছে বহু আত্মীয়। তবে, চার ছেলের মধ্যে এক ছেলের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে বাবাকে জেল মুক্ত করে বাড়ি নিয়ে গেলেন ছেলে উত্তম। এদিকে অবশেষে জেলের চার দেওয়ালের বাইরে বের হতে পেরে খুশি শতায়ু রসিক। বাকি জীবনটা পার করতে চান পরিবার-পরিজনের সঙ্গে।
advertisement
সেবক দেবশর্মা, মালদহ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 03, 2024 7:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
104 Year Old Man: বয়স সেঞ্চুরি পার, অবশেষে মুক্তি! কোন অপরাধের সাজা কাটাচ্ছিলেন শতায়ু রসিক?