Recipe: বাচ্চা সবজি দেখলেই নাক সিটকায়? শুধু এই পদ্ধতি রান্না করুন, বাটি হবে সাফ! পুষ্টির ভান্ডার

Last Updated:

সবজির তালিকায় প্রথম সারিতে, আবার মিষ্টিতেও বেশ জনপ্রিয়তা এই সবজির! রসগোল্লা বা দই সন্দেশকে হার মানাতে পারে এই মিষ্টি পদ। বাঙালি মানেই শেষ পাতে মিষ্টি।

+
পক্স

পক্স থেকে বাঁচতে আজই খান

হাওড়া: সবজির তালিকায় প্রথম সারিতে, আবার মিষ্টিতেও বেশ জনপ্রিয়তা এই সবজির! রসগোল্লা বা দই সন্দেশকে হার মানাতে পারে এই মিষ্টি পদ। বাঙালি মানেই শেষ পাতে মিষ্টি। আবার সেই মিষ্টি যদি হয় নিজের হাতে তাহলে তো কোন কথা নেই। মিষ্টি জাতীয় খাবারের প্রধান উপকরণ দুধ। দুধ আর এই সবজি দিয়েই প্রিয়জনকে খুশি করতে নিজে হাতেই বানিয়ে নিতে পারেন এই মিষ্টি মালাই।
আরও পড়ুনঃ বাড়ি থেকে টিফিন আনলেই নষ্ট হয়ে যায়? ঘরোয়া এক টোটকায় নিমেষে মিলবে সবাধান
হাতে অল্প সময় বিশেষ দিন বা অতিথি আপ্যায়নে আরও বেশি আনন্দঘন মুহূর্ত পেতে হলে বানাতেই পারেন এই মালাই। একদম ঝামেলা ছাড়া, অথচ কোনও নামী দোকানের দই-মিষ্টি’কে তুরি মেরে উড়িয়ে দেবে এই মালাই। মিষ্টি সুবাস আর স্বাদে ছোট বড় সকলের মন জয় করবে। দুপুর ও রাতের খাবারের শেষ পাতে অথবা জল খাবারে এই মালাই বেশ মানান সই। এ মালাই রাঁধুনির বেশ সুনাম যুগিয়ে দেবে তা বলা যেতেই পারে। আমরা বলছি, বাঁধা কপির মালাই এর কথা। নাম শুনে ভুরু তুলে ফেললেন নাকি? একবার চেখে দেখলে ভুলতে পারবেন না।
advertisement
advertisement
বাঁধা কপির মালাই তৈরিতে প্রয়োজন। দু কাপ বাঁধাকপি কুঁচি, দুধ ১ লিটার, ৪-৬ চামচ চিনি, ২-৩ চামচ ঘি, ৪-৬ টি এলাচ, আর অল্প চিনি। মালাই তৈরিতে এই সামান্য উপকরণ-ই যথেষ্ট। সাজানোর জন্য কাজু পেস্তা বা আমন্ড কেশর বাঁধাকপি অল্প লবণ এবং ২ টুকরো দারুচিনি দিয়ে ভাপিয়ে নিন। কপি ভাপানো হলে জল ঝরিয়ে ঘি দিয়ে ভাল ভাবে ভেজে নিতে হবে।এবার পাত্রের দুধ ঢেলে একটু মেরে নিতে হবে। তারপর ভাজা বাঁধাকপি ঢেলে কিছুক্ষণ মৃদু আঁচে রেখে নেড়েচেড়ে চিনি এবং শেষে এলাচ দিয়ে ভাল করে নেড়ে চেড়ে নামিয়ে নিন। একটু মোটা হয়ে এলে প্লেটে বা বাটিতে নামিয়ে রাখুন। ঠান্ডা হলে কাজু পেস্তা এবং কেশর দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Recipe: বাচ্চা সবজি দেখলেই নাক সিটকায়? শুধু এই পদ্ধতি রান্না করুন, বাটি হবে সাফ! পুষ্টির ভান্ডার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement