Winter Offbeat Destination: কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে অপূর্ব উইকএন্ড ডেস্টিনেশন, নদীর পাড়ে কাটবে রাত-দিন, মাত্র ১ঘণ্টার রাস্তায় পৌঁছে যাবেন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
এবার প্রকৃতিপ্রেমী মানুষের কাছে নদীর পাড়ে রাত্রিযাপনের সুযোগ!
হাওড়া: উইক এন্ড কাটাতে জেলার মানুষের নতুন ঠিকানা রূপনারায়ণ নদী লাগলো উদ্যান! শীতের আমেজে উইক এন্ড কাটাতে অফ বিট ডেস্টিনেশন হিসাবে স্বাগত জানাতে প্রস্তুত হাওড়ার বাগনানের ওড়ফুলি গ্রাম পঞ্চায়েতের তৈরি ওড়াফুলি উদ্যান। গ্রামীণ হাওড়ার পশ্চিম প্রান্তে রূপনায়ন নদী সংলগ্ন উদ্যান এই শীতের মরশুমে প্রকৃতিপ্রেমী মানুষের সেরা ঠিকানা হতে পারে। (রাকেশ মাইতি)
প্রকৃতির কোলে রাত্রিযাপনের সুযোগ রয়েছে এখানে। দোলনা থেকে কংক্রিটের বিভিন্ন সাজের বসার জায়গা ছোটদের সময় কাটানোর আদর্শ এই স্থান। পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি আরও নানা ভাবে সাজিয়ে তোলা হচ্ছে।
আরও পড়ুনChristmas Bow Barrack Cake: ক্রিসমাসে বো ব্যারাকে বিরাট চমক, সবথেকে পুরনো বেকারি-তে কী থাকছে?
advertisement
কর্মব্যস্ততার মধ্যে হাতে অল্প সময় হলেই টুক করে বেরিয়ে পড়া। প্রায় সারা বছর কমবেশি এই প্রবণতা দেখা গেলেও, শীতের সময় সব থেকে বেশি আগ্রহ থাকে মানুষের। জেলার মানুষের সেই চাহিদার গুরুত্ব রেখে জেলার প্রকৃতিপ্রেমী মানুষের জন্য এই শীতের মরশুমে এটি উপহার বলা যেতে পারে। উল্লেখ্য একটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই ধরনের উদ্যান তথা রিসোর্ট হাওড়ায় প্রথম।
advertisement
রূপনারায়ণ নদের তীরে তৈরী হয়েছে এটি।শান্ত, নিরিবিলি ও পাখির কলরব কানে আসবে। এখানে আপনাকে স্বাগত জানাতে তৈরী এলাকার সহজ সরল মানুষজন। এই স্থানের অন্যতম আকর্ষণ গ্রামের বিভিন্ন প্রান্ত চাষ আবাদি জমি। যে সমস্ত জমিতে ফুটে রয়েছে রংবেরঙের নানা ফুল। এখানকার অধিকাংশ মানুষের জীবিকা বলতে ফুলের চাষ।
এখানে রয়েছে শিশু উদ্যান,হরেক রকমের ফুলের গাছ। দেউলটি স্টেশন থেকে টোটোয় চেপে দশ মিনিটের পথ। গ্রামীন পরিবেশে এই উদ্যানে চাইলে নাইট স্টে করতে পারেন। তৈরি রয়েছে ঘর সহ অন্যান্য সুবিধা।।আগে এসে পঞ্চায়েত থেকে বুকিং করাতে হবে।থাকছে সব সুবিধা। শিশুদের বিনোদনের জন্য চিলড্রেন পার্ক। সবমিলিয়ে জেলার মানুষের হাতে অল্প সময়ের ছুটি কাটাতে অন্যতম ঠিকানা হতে পারে এই স্থান।
advertisement
পঞ্চায়েত প্রধান রঘুনাথ মান্না জানান, উদ্যান লজ মিলিয়ে প্রায় এক একর জমির উপর তৈরি। বর্ষার ভরা কোটালে নদীর জল পার্ক ছুঁয়ে যায়। একদম সামান্য খরচেই জেলার মানুষকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এই মনোরম স্থান সাজিয়ে তুলছে বাগনানের ওরফুলি গ্রাম পঞ্চায়েত।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 12, 2024 10:56 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Offbeat Destination: কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে অপূর্ব উইকএন্ড ডেস্টিনেশন, নদীর পাড়ে কাটবে রাত-দিন, মাত্র ১ঘণ্টার রাস্তায় পৌঁছে যাবেন
