Dooars: গরুমারার কাছেই 'এই' দুই জায়গা, দিনের আলতেও ছমছমে পরিবেশ, গায়ে কাঁটা দেয় স্থানীয়দেরও

Last Updated:

Dooars: পুরাণ আর তন্ত্রসাধনার মিশেলে এই দুই স্থানের প্রতিটি ইট যেন বহন করছে শতাব্দী পুরনো গল্প। অষ্টাদশ শতকের তন্ত্র সাধনার প্রতীক হিসেবে আজও দাঁড়িয়ে আছে ‘পেটকাটি মা’।

+
ইতিহাসের

ইতিহাসের স্থাপত্য

জলপাইগুড়ি, সুরজিৎ দে: ডুয়ার্সের জঙ্গল-সহ গরুমারা জঙ্গলের সবুজে ঘেরা সৌন্দর্য দেখে ফেরার আগে যদি একটু ইতিহাসের গন্ধ নিতে চান, তবে ঘুরে আসতে পারেন কাছের দুটি রহস্যময় স্থান থেকে! যেমন ইতিহাস বিজরিত স্থান তেমনই রহস্যময়। গায়ে কাঁটা দেবে এমনই দুটি জায়গার খোঁজ রইল। ময়নাগুড়ির পেটকাটি মাও মন্দির ও সদরখৈই কালী মন্দির!
প্রকৃতি, পুরাণ আর তন্ত্রসাধনার মিশেলে এই দুই স্থানের প্রতিটি ইট যেন বহন করছে শতাব্দী পুরনো গল্প। অষ্টাদশ শতকের তন্ত্র সাধনার প্রতীক হিসেবে আজও দাঁড়িয়ে আছে ‘পেটকাটি মা’। স্থানীয়রা যাঁকে দেবী ধূমাবতী বা চামুণ্ডার রূপ বলে মানেন, গবেষকরা বলেন তিনি তান্ত্রিক সাধনার প্রতিচ্ছবি। সাড়ে সাত ফুট উঁচু কষ্টিপাথরের মূর্তির মাথায় সাপের মুকুট, গলায় নরমুণ্ডের মালা, পেটের উপর খোদাই করা বৃশ্চিক সব মিলিয়ে রহস্যে মোড়া এক শিল্পনিদর্শন। মূর্তির পেটের বৃশ্চিক থেকেই নাম ‘পেটকাটি মাও’।
advertisement
আরও পড়ুনঃ বীরভূমের সবচেয়ে বড় এবং প্রাচীন শিব মন্দির কোনটি জানেন? কোন জেলায় রয়েছে বলুন তো?
অন্যদিকে, রামসাই জঙ্গল থেকে কিছুটা দূরে অবস্থিত সরখৈই কালী মন্দির। ইতিহাস ঘাটলে জানা যায়, শতাব্দী প্রাচীন এই মন্দির একসময় নাকি ছিল তান্ত্রিক সাধকদের আশ্রয়স্থল। আবার স্থানীয়দের কাছে কথিত কথা জানা যায়, গভীর জঙ্গলের মধ্যে দেবী স্বরূপে প্রকাশ পেয়েছিলেন মা কালী নিজে। তবে নানা রহস্য থাকলেও আজও প্রতি অমাবস্যা বা কালীপুজোয় এখানে হাজারও ভক্ত আসেন মনস্কামনা পূরণের আশায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শীতের সপ্তাহান্তে ঘোরার প্ল্যান? কলকাতার কাছেই ৫ অফবিট জায়গা হোক আপনার ডেস্টিনেশন, জানুন খুঁটিনাটি
গবেষকদের মতে, এই এলাকা একসময় প্রাগজ্যোতিষপুরের বাণিজ্যপথের অংশ ছিল, তাই তিব্বতের বৌদ্ধ তান্ত্রিকদের আনাগোনাও ছিল প্রবল। তাই ইতিহাস, রহস্য আর লোকবিশ্বাস মিলিয়ে পেটকাটি ও সরখৈই- দুই স্থানই উত্তরবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যের অনন্য অধ্যায়।গরুমারা সফরের শেষে যদি একটু অন্যরকম অভিজ্ঞতা চান, তবে ঘুরে দেখুন এই দুই তীর্থস্থান। প্রকৃতির নীরবতায় মিশে থাকা ইতিহাসের স্পর্শ আপনাকেও ছুঁয়ে যাবে নিশ্চিত।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dooars: গরুমারার কাছেই 'এই' দুই জায়গা, দিনের আলতেও ছমছমে পরিবেশ, গায়ে কাঁটা দেয় স্থানীয়দেরও
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement