গ্রামবাংলার আনাচ-কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এই শাক... খেলে ধারেকাছে ঘেঁষবে না হৃদরোগ
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
কচুর শাকে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম ও আয়রন। ভিটামিন এ জাতীয় খাদ্য রাতকানা প্রতিরোধ করে। ভিটামিন সি শরীরের ক্ষত সারাতে সাহায্য করে। তাই শিশুদের ছোট বেলা থেকেই কচুর শাক খাওয়ানো উচিত।
শাক-সবজিতে ক্যালোরি কম, তবুও প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ থাকে। এগুলি প্রায়শই ভিটামিন এ, বি, সি, কে, ফোলেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, আয়রন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এমনই এক শাক হল কচুর লতি।
কচুর শাক বা কচুর লতি খেতে ভালবাসেন না এমন মানুষ কম। বাংলাদেশে খুব জনপ্রিয় হল এই শাক। ইলিশ মাছের মাথা দিয়ে বা নারকেল দিয়ে বানানো যায় লতি। এটি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও কমায়। রক্ত কমে গেলে কচুশাক খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এই শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ যা রাতকানা রোগ সারাতে খুবই কাজে লাগে। লতিতে রয়েছে প্রচুর পরিমানে আয়রন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ক্যালসিয়াম হাড় শক্ত করে।
advertisement
কচুর শাকে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম ও আয়রন। ভিটামিন এ জাতীয় খাদ্য রাতকানা প্রতিরোধ করে। ভিটামিন সি শরীরের ক্ষত সারাতে সাহায্য করে। তাই শিশুদের ছোট বেলা থেকেই কচুর শাক খাওয়ানো উচিত।
advertisement
advertisement
অনেক ক্ষেত্রে কচু খেলে শরীরে অ্যালার্জি এবং হজমে সমস্যা দেখা দেয়। যাদের এ ধরনের সমস্যা রয়েছে তারা কচু খাবেন না। এছাড়া যারা হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চমাত্রার কোলেস্টেরলজনিত সমস্যায় আক্রান্ত বা উচ্চ রক্তচাপে তারা কচুর লতি খাওয়ার সময় চিংড়ি বর্জন করুন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 31, 2025 5:29 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
গ্রামবাংলার আনাচ-কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এই শাক... খেলে ধারেকাছে ঘেঁষবে না হৃদরোগ

