Purulia News: পুজোর ভরা সিজনেও ২৫ টাকায় রাত্রিবাসের সুযোগ করে দিচ্ছে এই নেচার ক্যাম্প

Last Updated:

মাত্র ২৫ টাকাতে রাত্রিবাসের সুযোগ পুরুলিয়ায়. জানেন কী ভাবে থাকবেন সেখানে!

+
ভরপুর

ভরপুর অ্যাডভেঞ্চার! মাত্র ২৫ টাকায় রাত্রিবাস করুন, শুধু মানতে হবে এই নিয়ম!

পুরুলিয়া: রাজ্য পর্যটন মানচিত্র গুরুত্বপূর্ণ একটি জেলা হল পুরুলিয়া। লালমাটির এই জেলার অপরূপ রুপের টানে কমবেশি সারা বছরই পর্যটকেরা ছুটে আসেন এই জেলায়। পুরুলিয়া বেড়াতে গেলে হাজার , হাজার টাকা দিয়ে হোটেল বুকিং করতে হয় রাত্রিবাসের জন্য। কিন্তু এগুলোর মধ্যে ব্যতিক্রমী রয়েছে একটি রিসর্ট। এই রিসর্টে রাত কাটাতে খরচ হয় মাত্র ২৫ টাকা। কথাটি শুনতে অবাক লাগলেও বাস্তবে এই কাজই করে দেখিয়েছে পুরুলিয়ার জয়পুরের একটি বেসরকারি রিসোর্ট। প্রায় পাঁচ-বছর আগে জয়পুর রাজ পরিবারের এক সদস্য নিজেদের জমির মধ্যেই এই ক্যাম্প তৈরি করেছেন। এটি মূলত একটি নেচার ক্যাম্প।
আরও পড়ুন- ৩৭০ ধারা বিলোপের পর ভূস্বর্গের ভোটে পর্যুদস্ত বিজেপি, কাশ্মীরে ক্ষমতায় ‘ইন্ডিয়া’! এবার কে মুখ্যমন্ত্রী?
পুরুলিয়ার জয়পুরের রাজ পরিবারের সদস্য দিব্যজ্যোতি সিংহদেও এই নেচার ক্যাম্প তৈরি করেছেন পযটকেদের জন্য। এরই পাশাপাশি এখানে ২৫ টাকায় রাত্রিবাসের সুযোগ করে দিয়েছেন তিনি। তবে এই সুযোগ অবশ্য সবার জন্য নয়। এই সুযোগ সেই সমস্ত মানুষদের জন্য করে দেওয়া হয়েছে যারা বিভিন্ন সময় বিপদে আপদে পুরুলিয়ায় আটকে পরেন। তাই পর্যটকরা এই ক্যাম্পে গেলে নির্ধারিত অর্থ দিয়েই তাদের রাত্রিবাস করতে হবে। বছরের ৩৬৫ দিন এই পরিষেবা দিয়ে থাকে এই বেসরকারি পর্যটন সংস্থা। আর দুর্গাপুজোর এই ভরা মরশুমেও এই সুবিধা দিচ্ছে এই ক্যাম্প কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুন- এই গান গাইতে গিয়ে গলা দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল সোনু নিগমের! ২৭ বছর পরেও তা সুপারহিট!
এ বিষয়ে ক্যাম্পের কর্ণধার দিব্যজ্যোতি সিংহদেও বলেন , পুজোর সময় প্রায় সমস্ত রুম বুক হয়ে গিয়েছে। বাকি যে রুম গুলি রয়েছে সেগুলোও ভরে যাবে পুজোর সময় এমনটা আসা করা যাচ্ছে। পুজোর এই সময়তেও ২৫ টাকায় রাত্রিবাসের সুযোগ থাকছে এই ক্যাম্পে। পুজোর সময়তে খাওয়া-দাওয়ার উপরেরও বেশ কিছু নতুনত্ব থাকবে।
advertisement
advertisement
পুরুলিয়া জেলা জুড়ে একাধিক হোটেল, রিসোর্ট, হোমস্টে রয়েছে। সারা বছরই সেখানে পযটকেদের আনাগোনা লেগে থাকে। তার মধ্যে অনেকখানি জায়গা করে নিয়েছে এই বেসরকারি নেচার ক্যাম্প।
শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Purulia News: পুজোর ভরা সিজনেও ২৫ টাকায় রাত্রিবাসের সুযোগ করে দিচ্ছে এই নেচার ক্যাম্প
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement