Diabetes Early Symptoms: এই লক্ষণগুলিই বলে দেবে শরীর বাসা বাঁধছে Blood Sugar! আগে ভাগে সাবধান না হলে বাড়বে চাপ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
What Is Borderline In Diabetic: এই লক্ষণগুলিই বলে দেবে শরীরের সঙ্গে ছিনিমিনি খেলতে আসছে ডায়বেটিস ৷
#নয়াদিল্লি: আমাদের দেশে বেশিরভাগ মানুষের শরীরেই ডায়বেটিস লক্ষ করা যায় ৷ অনেকদিন পরেও ধরা পড়ে কেননা পরীক্ষা করানো হয়না সচরাচর ৷ ডায়বেটিস হওয়ার আগে প্রাথমিক ভাবে শরীরে বেশ কিছু লক্ষণ দেখতে পাওয়া যায় ৷ সেই সময়েই বুঝতে পারা যায় যে ডায়বটিসের একদমই বর্ডার লাইনে দাঁড়িয়ে ৷ ডায়বেটিসের শুরুর দিকে সংযত না হলেই টাইপ ২ ডায়বেটিসের শিকার হতে হয় ৷
আরও পড়ুন: Lifestyle|Amlaki: সর্দি-কাশি থেকে কম দৃষ্টিশক্তি রোজ খান আমলকি, সারা জীবন ধরেই হবে ম্যাজিক
প্রোডায়বেটিস বা বর্ডারলাইন ডায়বেটিসে ক্ষেত্রে টাইপ ২ ডায়বেটিসের ক্ষেত্রে রোগীর রক্তে শর্করার পরিমাণ সামান্য ভাবে বেশি থাকবে ৷ তবে এই স্তর এতটাই বেশি নয় যা ডায়বেটস বলে মনে করা হতে পারে ৷ প্রোডায়বেটিসের লক্ষণগুলি কেমন হতে পারে? চামড়ার কালো দাগ কালো ছোপ দেখতে পাওয়া যাবে ৷ একই সঙ্গে কোনুই, হাঁটু, পা, ঘাড়, বগলে একটি কালো টোন লক্ষ করা যায় ৷ এছাড়াও ক্লান্তি অনুভূত হয় ৷
advertisement
আরও পড়ুন: Indian Spinach: খাদগুণে ঠাসা পুঁইশাক! ঠিক এই কারণেই খাওয়া অত্যন্ত জরুরি
রাত্রিবেলা শুতে যাওয়ার সময়ে ক্লান্তি অনুভব করা যায় ৷ সকালবেলাতেও ঘুম থেকে উঠলে যেন ক্লান্ত কিছুতেই পিছু ছাড়েনা ৷ বারবার জল পিপাসা পায় তখনই বুঝে নিতে হবে শরীর বাসা বাঁধছে ডায়বেটিস ৷ এছাড়াও বারবার প্রস্রাবই বলে দিতে পারে ডায়বেটিসের প্রাক মুহূর্ত চলছে ৷
advertisement
advertisement
(Disclaimer: এগুলি শুধুমাত্রই কোনও চিকিৎসার বিকল্প হতে পারেনা ৷ বিস্তারিত জানতে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন) ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 01, 2022 4:28 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Diabetes Early Symptoms: এই লক্ষণগুলিই বলে দেবে শরীর বাসা বাঁধছে Blood Sugar! আগে ভাগে সাবধান না হলে বাড়বে চাপ