আমলকি বিরাট একটি ফল এর ঔষধি গুরুত্ব অত্যন্ত বেশি ৷ আমলকি গাছের পাতা ও ফল সমান রূপে সুন্দর ও ভাল ৷ প্রতীকী ছবি ৷
2/ 8
বিজ্ঞানীরা মনে করেন কমলালেবু, আপলের থেকে কয়েগুণ ভাল আমলকি খাওয়া ৷ এই সমস্ত ফলের থেকে আমলকি হাজার হাজার গুণ এগিয়ে আছে ৷ প্রতীকী ছবি ৷
3/ 8
যাঁদের কম বয়সে চোখে ছানি পড়ার প্রবণতা অছে তাঁরা আমলকি খেয়ে দেখতে পারেন ৷ এক চামচ আমলকির গুড়ের সঙ্গে মধু মিশিয়ে খেলে অত্যন্ত ভাল ফল পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
4/ 8
গা বমিবমি ভাব দূর করে আমলকি ৷ মুখের ভিতরে ঘা হলেও কোনও সমস্যা আমলকিতেই সারবে ৷ প্রতীকী ছবি ৷
5/ 8
যকৃত পরিষ্কার রাখতে আমলকি অত্যন্ত পরিমাণে কাজে লাগে ৷ নিষ্প্রাণ চুলে আমলকি দিলে ফিরে পাওয়া সম্ভব হয় প্রাণের স্পন্দন ৷ প্রতীকী ছবি ৷
6/ 8
আমলকি কেটে কুচিয়ে রোদে শুকিয়ে খেলে মুখের অরুচি ফিরে আসে ৷ সর্দিকাশির ক্ষেত্রেও আমলকি বিশেষ ওষুধ রূপে কাজ করে ৷ প্রতীকী ছবি ৷
7/ 8
আমলকি কোলেস্টেরলের সমস্যার বিরুদ্ধে লড়ে, একই সঙ্গে হাঁপানির সমস্যাও দূর করে ৷ প্রতীকী ছবি ৷
8/ 8
হঠাৎ করে গা বমিবমি করলে আমলকি সেক্ষেত্রে মন্ত্রের মত কাজ করে ৷ প্রতীকী ছবি ৷