Health Tips: এসির মধ্যে শুয়েও দরদর করে ঘামছেন! মারণ রোগ শরীরে থাবা বসাল কিনা বুঝবেন কীভাবে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Health Tips: সারারাত এসি চালিয়ে শুয়েও সকালে ঘুম ভাঙতেই ঘেমে যাচ্ছেন৷ শরীরে আর কোনও সমস্যা না হলেও এরকম ঘাম রোজ হচ্ছে৷ তবে কেন এ ধরনের সমস্যা হচ্ছে তা কখনও ভেবে দেখেছেন৷
একটু কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছেন, দরদর করে ঘাম হচ্ছে৷ যদিও গরমকালে ঘাম হওয়াটা স্বাভাবিক ব্যাপার৷ তবে সারারাত এসি চালিয়ে শুয়েও সকালে ঘুম ভাঙতেই ঘেমে যাচ্ছেন৷ শরীরে আর কোনও সমস্যা না হলেও এরকম ঘাম রোজ হচ্ছে৷ তবে কেন এ ধরনের সমস্যা হচ্ছে তা কখনও ভেবে দেখেছেন৷ চিকিৎসকেরা বলছেন, ফুসফুসের ক্যান্সার হওয়ার লক্ষণ হতে পারে এটি৷ অতিরিক্ত ধূমপান করলে এই সমস্যা হতে পারে৷ এছাড়াও পরিবেশ দূষণের কারণেও ফুসফুসে ক্যান্সার বাসা বাঁধতে পারে৷
চিকিৎসকেরা আরও বলছেন, বেশিরভাগ ক্ষেত্রেই এই ক্যান্সার হলে তার লক্ষণ সহজে প্রকাশ পায় না৷ যখন তা প্রকাশ পায় তখন তা হাতের নাগালের বাইরে চলে যায়৷ এমন স্টেজে গিয়ে এই ক্যান্সার ধরা পড়ে যে তখন মানুষও মারণরোগের কাছে হার মেনে যায়৷ ক্যান্সার নামটা শুনলেই আতঙ্ক জাঁকিয়ে বসে সকলকে৷ তবে আগে থেকে কিছু লক্ষণ দেখে সতর্ক হলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে৷
advertisement
চিকিৎসকেরা জানাচ্ছেন,এসি চালিয়ে ঘুমানোর সময় খেয়াল রাখতে হবে ঘাম হচ্ছে কিনা৷ তবে হঠাৎ করে অস্বাভাবিক ঘাম হলে সতর্ক থাকতে হবে৷ ঘামের পরিমাণেও অস্বাভাবিকত্ব হলে খেয়াল রাখতে হবে৷ প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে৷
advertisement

advertisement
ঠান্ডা লাগেনি, সর্দি হয়নি কিন্তু কাশি হয়েই চলেছে৷ চিকিৎসকেরা বলছেন, তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশি হলে তা ফুসফুসের ক্যান্সারের কারণ হতে পারে৷ গবেষণায় দেখা গিয়েছে, ফুসফুসের ক্যান্সার হলে এমন লক্ষণ দেখা দিতে পারে৷
advertisement
কাশতে কাশতে যদি আচমকা থুতু দিতে রক্ত বেরোয়, তাহলেও খুব সতর্ক হতে হবে৷ এই ধরনের লক্ষণও ক্যান্সারের কারণ হতে পারে৷ তবে এই ধরনের কোনও লক্ষণ দেখলেই সতর্ক হয়ে যাবেন৷ নাহলে ঘনিয়ে আসতে পারে বিপদ৷
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 23, 2023 8:29 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Tips: এসির মধ্যে শুয়েও দরদর করে ঘামছেন! মারণ রোগ শরীরে থাবা বসাল কিনা বুঝবেন কীভাবে