এমন এক ভিডিও যা সোশ্যাল মিডিয়া তোলপাড় করেছে ৷ এমন ঘটনা সহজে চোখে পড়েনা ৷ তবে এমনই হতে পারে বলে মনে হয় ৷ সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু করেই শিরোনামে এসেছে কেউ প্রিয় শিল্পীর গানে নেচেছেন ও কেউ বা গান গেয়েছেন ৷ টিয়াপাখি বা শালিক পাখি কথা বলে কাঁদিয়েছেন সবাইকে ৷ রানাঘাটের রাণু মণ্ডলের কথা আজ সবারই জানা রয়েছে ৷
তিনি স্টেশনে লতা মঙ্গেশকরের গান গেয়ে ফেসবুকে সবার নজরে এসেছিলেন ৷ তাঁর গলার সুরেলা ভাব দেখে খুশি হয়েছিলেন বলিউডের অনেকেই ৷ হিমেশ রেশমানিয়া তাঁকে প্লেব্যাকের সুযোগ দিয়েছেন হিমেশ রাণুর গঙ্গে গেয়েছিলেন তেরি মেরি তেরি গানটি ৷ সোশ্যাল মিডিয়ায় পাল্লা দিয়ে গানটির ভিউ বেড়েছে ৷ তারপরে পাড়ার ছোটবড় জায়গায় গান গাওয়ার সুযোগ এসেছে লাইম লাইটে পৌঁছেছেন তিনি ৷
এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখতে পাওয়া যায় একটি মহিলা অনেক উঁচুতে ছুঁড়ে ছুঁড়ে ঘুঁটে দিচ্ছেন ৷ এবং ঘুঁটের সাইজ এত বডড় যে দেখে সবাই চমকে গিয়েছেন ৷ নজিরবিহীন ঘটনায় সবাই তাজ্জব হয়েছেন ৷