এমন সন্তান যেন ঘরে ঘরে হয় ! মা শয্যাশায়ী, চোখের জল মুছিয়ে খেলাধূলা মা ছেলের

Last Updated:

এই কারণেই হয়ত সন্তানের জন্ম দিতে এত কষ্ট করেন মা

পৃথিবীতে কোনও কিছুর মূল্যেই মায়ের বিকল্প হয়না কেননা ৷ মা ছাড়া পৃথিবীতে আরও কোনও কিছুই পাওয়া যায়না ৷ মা ছাড়া পৃথিবীতে আপন কিছুই নেই ৷ মা সংসারের শেকড়, মা নিয়েই একটি সন্তানের জীবনের প্রতিটি মুহূর্ত আলোকিত হয় ৷ প্রতিটি মুহূর্তেই মা যেন সন্তানের কাছে এক পরম পাওয়া ৷ গাচ যেমন নিজেকে ধ্বংস করে ফলফূল দিয়ে ৷ তেমনই মা সন্তানকে জন্ম দিয়ে নিজের জীবনের ঝুঁকি নেয় ৷
মা নিজে না খেয়ে সন্তানকে খেতে শেখান, মায়ের পরশেই জীবন হয়ে ওঠে আরও সুন্দর ৷ মা নিজে না খেয়ে সন্তানের মুখে তুলে দিয়েছেন খাবার ৷ সন্তান ভাল থাকুক, সুখে থাকুক ৷ দুধে ভাতে থাকুক ৷ প্রতিটি ক্ষেত্রেই মায়ের এই প্রার্থনাই ৷ বাংলায় একটি কথা প্রচলিত আছে কুসন্তান কভু বা হয়, কুমাতা কখনও নয় ৷ ফেসবুকে এমন এক ভিডিও ভাইরাল হয়েছএ যেখানে দেখতে পাওয়া যাচ্ছে মা অসুস্থ শয্যাশায়ী, মায়ের সঙ্গে খেলায় মত্ত হয়েছেন ছেলে ৷ ঘরে ঘরে যেন এমন ছেলেই জন্মায় ৷ সেই মা ধন্য যিনি এমন সন্তানকে গর্ভে ধারণ করেছেন ৷
advertisement
advertisement
মা বিছানায় শুয়ে আছেন উঠতে পারছেন না, সেই মায়ের সঙ্গে খেলছেন ছেলে সেই আবেগঘন মুহূর্তের ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
এমন সন্তান যেন ঘরে ঘরে হয় ! মা শয্যাশায়ী, চোখের জল মুছিয়ে খেলাধূলা মা ছেলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement