Bankura Tourism: বাঁকুড়ায় সেজে উঠছে 'স্বর্গের সিঁড়ি', পুজোর আগে 'হিডেন স্পট', পুজোর ছুটিতে ঘুরে আসুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura Tourism: স্বর্ণহারের মতো অবস্থান করেছে এই উত্তম আশ্রম। গাছ গাছালিতে ভরা পাখির কলতানে মুখরিত এক অদ্ভুত জায়গা।
কোড়ো পাহাড়, গঙ্গাজল ঘাঁটি, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: পুজোর আগে সেজে উঠছে বাঁকুড়ার ‘হিডেন স্পট’। ছাত্র-ছাত্রীদের অভিযানের মাধ্যমে বাঁকুড়ার শহরের খুব কাছে অবস্থিত এই হিডেন স্পটটি, পুজোর আগে হয়ে যাচ্ছে ঝকঝকে। কোথায় রয়েছে এই জায়গা? কারা সাজিয়ে তুলছে? বেলিয়াতোড় যামিনী রায় কলেজের এনএসএস ইউনিট এবারও পুজোর আগে পরিবেশ সচেতনতার সামাজিক বার্তা নিয়ে হাজির হয়েছে, বাঁকুড়ার একটি অসাধারণ জায়গায়। তাদের নম্র বার্তা, “কেউ সাফাই অভিযানে হাত না লাগাতেই পারেন কিন্তু খাবারের প্যাকেট, ফলের খোসা, পান বা গুটকার পিক যেন না ফেলেন।” এবার সেই একই মতামত নিয়ে হাজির বাঁকুড়ার কোড়ো পাহাড়ে।
বাঁকুড়া জেলার গঙ্গজলঘাটি থানার অন্তর্গত কাপিস্টা গ্রামে অবস্থিত এই তপোবন পাহাড় যার জনপ্রিয় নাম কোড়ো পাহাড়। যে পাহাড়ের গলায় স্বর্ণহারের মত অবস্থান করেছে এই উত্তম আশ্রম। গাছ গাছালিতে ভরা পাখির কলতানে মুখরিত এক অদ্ভুত জায়গা যেখানে গেলে হারিয়ে যেতে পারেন আপনি। এখানে দেবীর পুজোয় যেমন দর্শক সমাগম হয় তেমনই সারাবছর পর্যটকদের ভিড় লেগে আছে। পাহাড় কোলের আশ্রম থেকে পাহাড় চূড়া পর্যন্ত সিঁড়ি দিয়ে অবলীলায় ওঠা যায়। গোটা পাহাড় গাছগাছালির সবুজে মোড়া থাকে কিন্তু সারাবছর।
advertisement
আরও পড়ুনঃ চেনা আয়োজনে নতুন পুজো খুঁজে ফেরে, হনসলোর দুর্গাপুজোয় মেতে প্রবাসী বাঙালিরা
পর্যটকদের আনাগোনা থাকায় সিঁড়ির দু’পাশ যেমন নোংরা হয়ে থাকে, তেমনই পাহাড়ের সবুজ সৌন্দর্যে যত্রতত্র আবর্জনা জমে থাকে। পুজোর আগে সেই কারণে চলছে পরিষ্কার অভিযান। হারাধন কর্মকার জানান, ‘দুর্গাপুজোর আগে প্রকৃতিকে ছোট্ট এক উপহার দিতেই আমাদের এই উদ্যোগ। প্রত্যেকটি জনসাধারণের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে এই পাহাড় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করুন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কাঞ্চনজঙ্ঘা নয়, ভুটান পাহাড়ের মোহে মুগ্ধ পর্যটকরা, দেখুন ছবিতে
আপনি পরিষ্কার করতে হাত নাও লাগাতে পারেন, কিন্তু দয়া করে নোংরা করবেন না। যাঁরা পান, গুটকা খান তাঁদের পায়ে ধরে অনুরোধ করছি দয়া করে পান, গুটকার পিক যেখানে সেখানে ফেলবেন না। এরপরও যদি মানুষ সচেতন না হন তাহলে বৃথাই এই আবেদন।’
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,West Bengal
First Published :
September 28, 2025 2:12 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bankura Tourism: বাঁকুড়ায় সেজে উঠছে 'স্বর্গের সিঁড়ি', পুজোর আগে 'হিডেন স্পট', পুজোর ছুটিতে ঘুরে আসুন