পরণে লাল টপ, বাঁ হাতে ঘড়ি-ডান হাতে ব্যান্ড, ছাদে টুম্পা সোনা নেচে কাঁপালেন যুবতী
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
ফের টুম্পা সোনা গানটি তোলপাড় করেছে সোশ্যাল মিডিয়া
এই সময়ের সব থেকে চর্চিত গান ও টুম্পা সোনা ৷ এই গানে একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ মানুষের মনোরঞ্জন থেকে পুজোর প্যান্ডেলে এমনকি ভাসানেও এই গানটি জায়গা করে নিয়েছে বেশ একটি বড় সংখ্যক মানুষের মনে ৷ ছোট্ট মেয়ে থেকে যুবতী, মাঝ বয়সী থেকে তারও বেশি, এই গানের তালের সঙ্গে সঙ্গে নেচেছেন অগুন্তি মানুষ ৷
সেই রকমই এক অল্প বয়সী মেয়ে বাড়ির ছাদে টুম্পা সোনা গানটির সঙ্গে নেচেছেন ও কাঁপিয়েছেন ৷ নাচের ভঙ্গিতে মাত করেছেন সবাইকে ৷ লাল টপ ডান, হাতে কালো ব্যান্ড, বাঁ হাতে ঘড়ি নাচের ভঙ্গিতে হাতে সবাই কাত হয়েছেন ৷
advertisement
advertisement
মাত্র কিছুদিনের মধ্যে এই ভিডিওটি এক আলোড়ন সৃষ্টি করেছে ৷ ক্রমেই ভাইরাল হয়েছে গানটি, যা তুমুল গতিতে ছড়িয়ে পড়েছে, গানটির প্রভাব পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
Location :
First Published :
December 13, 2020 9:05 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পরণে লাল টপ, বাঁ হাতে ঘড়ি-ডান হাতে ব্যান্ড, ছাদে টুম্পা সোনা নেচে কাঁপালেন যুবতী