Home /News /life-style /
সুপার মায়েরাই সেরা মা, কোমর দুলিয়ে তুমুল নাচ, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সুপার মায়েরাই সেরা মা, কোমর দুলিয়ে তুমুল নাচ, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

প্রতিটি ঠুমকায় যেন ঝরে পড়ছে যৌবনের উচ্ছ্বাস

 • Share this:

  আমাদের দেশে সব থেকে বড় সৌন্দর্য এটাই, আমাদের দেশের বৈচিত্রের মধ্যে ঐক্য যা আঁকড়ে ধরে রেখেছে ভারতীয় সংহতিকে ৷ জীবনের নানান প্রান্তে ধরে রেখেছে মূলগত ঐক্যকে ৷ সব দিক থেকে বারেবারে মনে পড়ে আমরা এক এবং অভিন্ন আমাদের সঙ্গে করোর কোনও রকমের শত্রুতা নেই ৷ একটু মনমালিন্য কম বেশি সব কিছুতেই থাকে ৷ তবে সেই সমস্ত কিছুকেই নিমেষে জয় করে নিতে পারে অখণ্ডতাকে জয় করতে পারে যাবতীয় মলিনতাকেই ৷

  একটি প্রচলিত কথা আছে মেয়েরা না কি মা হলেও তাঁদের জীবনের সমস্ত শখ আহ্লাদ মিটে যায় ৷ জীবনের চাওয়া পাওয়ার ষোলোআনা যেন কোথায় চলে যায় ৷ এই বদ্ধমূল ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছেন সবাই ৷ মন ভরে গেল এমনই এক ভিডিও দেখে ৷ মানুষের বদ্ধমূল ধারণা ভেঙে চুরমার করে দিয়েছেন একদল মা ৷

  সুপারহিট গানের স্বরের সঙ্গে কোমর দুলিয়ে সোশ্যাল মিডিয়ার শিরোনামে এসেছেন তাঁরা ৷ এক মনোরম পরিবেশ ও ভাললাগার ক্ষেত্রতে পরিণত হয়েছে ৷ তাঁরা ফের প্রমাণ করেছেন তাঁরাই অনন্যা, তাঁরা সেরা ৷

  First published:

  Tags: Dancing Video, Super Mom, Viral Video

  পরবর্তী খবর