Home /News /life-style /
হাড়হিম ! বনমানুষ শ্যাম্পু করিয়ে স্নান করাচ্ছে, বাঘের চুমু, সিংহির সঙ্গে জলপান, সুপার গতিতে ভাইরাল টিকটক ভিডিও

হাড়হিম ! বনমানুষ শ্যাম্পু করিয়ে স্নান করাচ্ছে, বাঘের চুমু, সিংহির সঙ্গে জলপান, সুপার গতিতে ভাইরাল টিকটক ভিডিও

টিকটক ভিডিওটি তুমুল গতিতে আছড়ে পড়েছে

 • Share this:

  বাঘে গরুতে নয়, বাঘের সঙ্গেও নয় পুরো ভিডিওটি দেখলে সারা শরীর কেঁপে উঠবে ৷ এমনই এক ভিডিও প্রকাশ্যে আসতেই সবাই নড়েচড়ে বসেছে ৷ কখনও সিং জড়িয়ে দেখছে বাঘ তেড়ে আসছে ৷ আদরে আহ্লাদে একাকার হয়েছে ৷ এখানেই শেষ নয় স্নান করার সময়ে মাথার চুলে শ্যাম্পু করে দিচ্ছে বনমানুষ ৷ যাদের ভয় সবাই কাঁটা হয়ে থাকে ৷ ঠিক তাদেরকে নিয়ে খেলবা করছেন ৷ আদর করছেন, কোলে তুলছেন, পরম স্নেহে চুমু খাচ্ছেন ৷ এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় বুলেটের গতিতে ছড়িয়েছে পড়েছে ৷

  এও দেখা গিয়েছে বাঘকে কোলে তুলে ঘোরাচ্ছে সিংহির সঙ্গে খেলছে ৷ হাতির পিঠে করে গাছের পাতা তুলে খাওয়াচ্ছেন পরম স্নেহে যেন নিজের সন্তান ৷ বাঘের ছানাদেরকে এমন ভাবে আগলে রেখে তাদের লালন পালন করছেন দেখে ভয় লাগলেও ভাববার কথা এটাই যে অকৃত্রিম ভালবাসায় সাড়া দিয়েছে বন্য জানোয়ারেরাও ৷ জীবনের বিভিন্ন প্রান্তে এই ভয়ঙ্কর জন্তু জানোয়ারকে নিয়েই চলছে জীবন, এরাই যেন তাঁর জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে ৷

  অত্যন্ত ভয় লাগলেও ভিডিওটি দেখে মন ভাললাগবে যে বন্যপশুর সঙ্গেও এমন সম্পর্কও হতে পারে রইল ভাইরাল ভিডিও ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Facebook viral, Viral Video

  পরবর্তী খবর