তিন দশক পরে মাধুরীর অভিনীত সুপারহিট গানে নেচে সোশ্যাল মিডিয়া কাঁপাল খুদে

Last Updated:

মনে পড়ল ফের ৩০ বছরের আগের মাধুরী দীক্ষিত নেনেকে

জনপ্রিয়তা কতখানি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ তা মাধুরী দীক্ষিত নেনেকে না দেখলে বোঝাই যায়না ৷ বলিউডে একাধিপত্য থেকে শুরু একের পর এক সুপার ডুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি ৷ তাঁর সুপাহিট ছবির তালিকায় রয়েছে একাধিক ভাল ছবি ৷ তবে শুধুই তো অভিনয় নয় মাধুরী দীক্ষিত নেনে অনবদ্য নাচে দশকের পর দশক দর্শকেরা এক্কেবারে মজে রয়েছেন ৷
দারুণ ভঙ্গি থেকে মিষ্টি হাসি সবটাই এক ভাললাগার পরিবেশ তৈরি করেছে ৷ আজও মনে পড়ে তেজাব ছবির দৃশ্যটি ৷ যেখানে অলকা ইয়ানিকের মন মাতানো গানে তুমুল নাচ নেচেছেন মাধুরী দীক্ষিত নেনে ৷ গানটি আরও একবার ফিরে দেখে নিন ৷ এক দো তিন, চার পাঁচ ছে, সাত আট নও, দশ গেয়ারা বারা তেরা ৷ ১ থেকে ১৩ পর্যন্ত গুণে প্রেমিকের ঘরে ফেরার জন্য আপেক্ষা করা ৷
advertisement
advertisement
এই গানটিই একটি ছোট্ট মেয়ে নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ মেয়েটির গানের ভিডিও ভাল তো লাগবেই আর মাধুরীর নাচের ভিডিও রইল একবার স্মৃতি শক্তিকে ঝালিয়ে নেওার জন্যও ৷ দেখুন সেই ভিডিও ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
তিন দশক পরে মাধুরীর অভিনীত সুপারহিট গানে নেচে সোশ্যাল মিডিয়া কাঁপাল খুদে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement