বাঙালির মননের চিরসঙ্গী পুরীর জগন্নাথ মন্দির, এই ভাবেই পাল্টানো হয় জয়পতাকা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
অনেকেরই হয়ত বিষয়টি জানা ছিলনা বা অনেকেই জানেন বিষয়টি
#পুরী: পুরীর জগন্নাথ মন্দির ভারত তথা বাংলর প্রতিটি মানুষের কাছে অত্যন্ত কাছে মন্দির ৷ পুরীর জগন্নাথ দর্শনে প্রতি বছরই একবার করে ঘুরে আসনে প্রতিটি বাঙালিই ৷ প্রতি বছরেই একবার করে জগন্নাথ দর্শন করে আসেন বাঙালিরা ৷ পুরীর মন্দির প্রতিটি বাঙালির কাছে বেশ আবেগের বিষয়ও ৷ জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে দর্শন করতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন ৷ পুরীর সমুদ্র সৈকতে নিদারুণ পরিবেশ কাটিয়ে ফের বাড়ি ফেরেন ৷
পুরীতে ঘুরতে গেলে যেমন বেশ কয়েকটি জায়গা ঘুরতেই হয় ৷ ধবলগিরি, খণ্ডগিরি, নন্দনকানন, ভুবনেশ্বর, কটক, মাসির বাড়ি, পিসির বাড়ি, বৃন্দাবন, চিল্কা ইত্যাদি জায়গা ৷ তবে যার টানে প্রায় প্রতিটি বাঙালিই বছরে একবার পুরীমুখো হয় সেই পুরীর জগন্নাথ মন্দির ৷ এই মন্দিরে আসে প্রাচীনত্বের ছোঁয়া ৷ আছে বেশ কিছু অজানা ইতিহাসও ৷ জগন্নাথ দেবের মহাপ্রসাদ ও হিন্দুশাস্ত্র মতে জগন্নাথদেবকে মনে করা হয় যে তিনি আসলে বিষ্ণুর অবতার মঙ্গলময় ঈশ্বরের স্বয়ংরূপ ৷ যিনি জগন্নাথদেবের দর্শন করেছেন তিনিই জীবনের সমস্ত রকমের আনন্দের সঙ্গে নিজেকে একাত্ম করতে পেরেছেন ৷ পুরীতেই পায়ের ধুলো পড়েছিল ভগবান শ্রীচৈতন্যদেবের ৷ এছাড়াও পুরীর মন্দিরের আরও আকর্ষণ রয়েছে বাঙালির কাছে ৷
advertisement
advertisement
পুরীর মন্দিরের মাথায় জয় পতাকা থাকে সবাই দেখেছেন কীভাবে সেই জয়পতাকা পাল্টানো হয় তা দেখেননি ৷ সেই ভিডিও রইল আপনাদের জন্যই দেখে নিন একনজরে ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2020 5:17 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বাঙালির মননের চিরসঙ্গী পুরীর জগন্নাথ মন্দির, এই ভাবেই পাল্টানো হয় জয়পতাকা