Tea Stall: নামে ফালতু হলেও এই দোকানের চা তুখোড়! কী এমন মেশায় চায়ে যা খেলেই 'নেশা'!
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
বীরভূমের বিখ্যাত ‘ফালতু’ চায়ের দোকান। চা বিক্রি করে প্রতিদিন যা রোজগার করছে শুনলে অবাক হবেন।
বীরভূম: ধুর, একদম ফালতু!এই শব্দটার বহুল প্রচলন রয়েছে৷ প্রায়ই শোনা যায়৷ চায়ের দোকানের আড্ডায় কথায় কথায় অনেককেই এই শব্দটার প্রয়োগ করতে শোনা যায়৷কিন্তু এটা তো গেলমুখের কথা। তবে চায়ের দোকানের নামটাই যদি হয় ‘ফালতু’।এটা মনে হয় সকলের ধারণার বাইরে৷ শুনে কিছুটা অবাক হলেও হাস্যকর লাগলেও,এটা কিন্তু একদম বাস্তব৷সেখানে আবার লেখা রয়েছে, ‘আসুন চা খান’।এবার নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, এই উদ্ভট নামের দোকানটি কোথায় রয়েছে৷এই আজব নামের চায়ের দোকানটি রয়েছে বীরভূমের তারাপীঠ থেকে মাত্র কিলোমিটার আট দূরে বীরচন্দ্রপুরে।
আজব নামের এই চায়ের দোকানের মালিক হলেন বিপদতারণ সাহা। মধ্যবয়স্ক ওই ব্যক্তি নয় বছর ধরে চায়ের দোকান খুলে চা বিক্রি করছেন। জানা যায় তিনি এলাকায় প্রথম মাটির হাঁড়িতে চা বানানো শুরু করেন এবং পরে তা দেখে যে অন্যান্যরাও একই পদ্ধতিতে চা বানানোর চেষ্টা চালাচ্ছেন বলে দাবি করেছেন। তার চায়ে অবশ্য নতুন কিছু উপকরণ থাকে না। দুধ চিনি এবং চা পাতা দিয়ে চা বানিয়ে থাকেন তিনি। শুধু শীতের মরশুমে খেজুরের গুড় মিশিয়ে থাকেন তিনি। কিন্তু চা তৈরি করার জাদুতেই তিনি খরিদ্দারদের দিনের পর দিন আকৃষ্ট করে যাচ্ছেন। অন্যদিকে তার দোকানে চা খেতে আসা খরিদ্দাররা জানিয়েছেন, ‘চায়ের দোকানের নাম ফালতু চায়ের দোকান হলেও চা কিন্তু খেতে সেরা। তারাপীঠ রামপুরহাট থেকে বহু মানুষ তার এই চা পান করতে আসেন।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
দোকানও চলে রমরমিয়ে। দোকানের এমন আজব নাম দেখেও অনেকে তার চায়ের দোকানের প্রতি আকৃষ্ট হন এবং চা খেয়ে যান।বীরভূমের বীরচন্দ্রপুর এখন তীর্থক্ষেত্র হিসেবে পর্যটন মানচিত্রে অন্যতম জায়গা করে নিয়েছে ৷ তারাপীঠ ভ্রমণে এলে পর্যটকেরা অন্তত একবার হলেও ঘুরে আসেন বীরচন্দ্রপুর।
advertisement
আর প্রতিদিন অজস্র মানুষের সমাগম হয় সেখানে৷ ফলে ‘ফালতু’ চায়ের দোকানটি প্রয়োজনীয় হয়ে ওঠে সেখানে আসা পর্যটকদের কাছে৷ তাই আপনি যদি এবার বীরভূম আসেন তাহলে অবশ্যই এই চায়ের দোকানের চায়ে চুমুক দিয়ে আসতে পারেন।
advertisement
সৌভিক রায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2025 11:02 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tea Stall: নামে ফালতু হলেও এই দোকানের চা তুখোড়! কী এমন মেশায় চায়ে যা খেলেই 'নেশা'!