Fraud Job Alert: ভুয়ো ব্যাঙ্কের চাকরির আবেদন সাড়া দিয়ে বিপদ! মাইনের বদেল খোয়া গেল ব্যাঙ্কে জমানো টাকা
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
সামাজিক মাধ্যমে ব্যাংকের চাকরির বিজ্ঞাপন দেখে আবেদন করতেই প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই।লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ না দিয়ে সরাসরি চাকরির জয়নিং লেটার হাতে পাচ্ছেন তাঁরা। খোয়া যাচ্ছে লক্ষ লক্ষ টাকা।
সামাজিক মাধ্যমে ব্যাঙ্কের চাকরির বিজ্ঞাপন দেখে আবেদন করতেই প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই।লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ না দিয়ে সরাসরি চাকরির জয়েনিং লেটার হাতে পাচ্ছেন তাঁরা। খোয়া যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। এরপরেই খোঁজখবর নিয়ে জানতে পারেন সম্পূর্ণটাই ভুয়ো। এমনভাবেই বিজ্ঞাপন দেখে আবেদন করতেই প্রতারণার শিকার এক যুবক। (সুস্মিতা গোস্বামী )
advertisement
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সাহেব কাছারি এলাকার বাসিন্দা ওই তরুণ। সরাসরি চাকরির জয়নিং লেটার হাতে পেতেই বুঝতে পারে প্রতারণার ফাঁদে পা দিয়েছে ওই তরুণ। প্রতারণার বিষয়টি বুঝতে পেরেই এরপর বালুরঘাটে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি। অভিযোগ পেতেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ।
advertisement
সূত্রের খবর, কিছু দিন আগে ফেসবুকে বিজ্ঞাপন দেখেই চাকরির আবেদন করেছিলেন সাহেব কাছারির তরুণ সৌমিক চন্দ। প্রথমে আবেদন করতে দিয়েছিলেন ৩০০ টাকা। এরপরে বলা হয় ২৮৭৫ টাকা দিলে পরে চাকরির জয়েনিং লেটার দেওয়া হবে। ওই টাকাও দেন তরুণ। তারপর আবার ফোন করে আরও প্রায় ১১ হাজার টাকা চাওয়া হয় ডিপোজিট মানি হিসেবে।
advertisement
advertisement
advertisement