Mimi Nusrat Tattoo: পিঠ, কোমর এমনকী বুক! জানেন শরীরের কোথায় কোন ট্যাটু করিয়েছেন টলিউডের এই অভিনেত্রীরা?

Last Updated:

Tattoo of Actresses: অভিনেত্রী শ্রীলেখা মিত্রর আবেদনময়ী হয়ে ওঠার পিছনে যে তাঁর ট্যাটুরও অবদান রয়েছে একথা নিজেই বলেন তিনি

#কলকাতা: আদ্যিকালের উল্কি, হালফিলে নাম বদলে হয়েছে ট্যাটু (Tattoo)। বছর পাঁচেক আগেও এই বঙ্গে ট্যাটু করানোর চল এতখানি জনপ্রিয় হয়নি। এখন অলিতে গলিতেই ট্যাটু পার্লার, এখন রাস্তায় নামলেই পিঠের ফাঁকে, বাহুতে বা কবজি বা পায়ের পাতায় ট্যাটুর দর্শন পাওয়া। হরেক রকমের ট্যাটু, তার হরেক রকম অর্থ। সিনেমা বা টেলিভিশন থেকে ফ্যাশন বিষয়ে অনুপ্রাণিত হওয়াটা মানুষের অভ্যাস। আর তাই পোশাক থেকে শুরু করে চুলের কাট এবং বাইকের পরে রূপোলি পর্দার মানুষদের (Tattoo of Celebrities)  মতো ট্যাটুও আমজনতার কাছে বেশ জনপ্রিয়।
বাঙালি অভিনেত্রীদের অনেকেই শরীরে ট্যাটু করিয়েছেন। অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) থেকে শুরু করে শ্রীলেখা মিত্র (Shrilekha Mitra), শরীরের নানা অংশে ট্যাটুর চিহ্ন রয়েছে তাঁদের। ইচ্ছা হলে আপনিও টলিউডের অনুপ্রেরণায় ট্যাটু করাতেই পারেন। তবে হ্যাঁ, ট্যাটু করানোর আগে একটু ভাবনা চিন্তা করেই নকশা বাছবেন। শরীর আপনার, যেহেতু ইচ্ছা করলেই ট্যাটু মুছে ফেলা যায় না তাই নির্বাচনে ধৈর্য রাখুন।
advertisement
advertisement
যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীর হাতের ট্যাট্যুটি লক্ষ্য করেছেন? নটরাজের একটি নকশার আদলে হাতে ট্যাটু করিয়েছেন তিনি। দেখে নিন সেই ট্যাটু;
তবে কেবল হাতেই নেই ট্যাটু, অভিনেত্রী পেটের নীচের অংশেও একটি ট্যাটু করিয়েছেন। যদিও তা সচরাচর চোখে পড়ে না। মিমি চক্রবর্তী জানিয়েছেন, তাঁর পেটে অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছিল বহুকাল আগে, সেই দাগটি বেশ অস্বস্তিকর। দাগ ঢাকতেই ট্যাটু করিয়েছেন তিনি।
advertisement
তৃণমূলের আরেক সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানও (Nusrat Jahan) ট্যাটুসুন্দরী। অভিনেত্রী এমন জায়গাতেই ট্যাটু করিয়েছেন যে তা ঘনিষ্ঠ সময় ছাড়া চোখে পড়ার মতো নয়। বুকের একটি অংশে ছোট্ট ট্যাটু করিয়েছেন নুসরত।
অভিনেত্রী শ্রীলেখা মিত্রর আবেদনময়ী হয়ে ওঠার পিছনে যে তাঁর ট্যাটুরও অবদান রয়েছে একথা নিজেই বলেন তিনি। পিঠে ট্যাটু করিয়েছেন এই অভিনেত্রী, থাইল্যান্ডের একটি নকশা অনুযায়ী সূর্য আঁকিয়েছেন পিঠে। এই ট্যাটুর অর্থ হল ‘শক্তি'।
advertisement
অভিনেত্রী মডেল মুমতাজ সরকার (Mumtaj Sircar), জাদুকর পিসি সরকার জুনিয়রের কন্যা। তাঁর ট্যাটু প্রেমের কথা সকলেই জানেন। মুমতাজের হাতে, পিঠে, পায়ে বহু বহু ট্যাটু রয়েছে। দেখে নিন মুমতাজের পিঠের একটি বিশেষ ট্যাটু।
advertisement
হাতেও ট্যাটু করিয়েছেন মুমতাজ।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mimi Nusrat Tattoo: পিঠ, কোমর এমনকী বুক! জানেন শরীরের কোথায় কোন ট্যাটু করিয়েছেন টলিউডের এই অভিনেত্রীরা?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement