Tajpur Sea Beach: দিঘা মন্দারমণির থিকথিকে ভিড় এড়িয়ে বড়দিনে নির্জন সমুদ্র ও ঝাউবনের টানে আসুন পাশেই এই সৈকতে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Tajpur Sea Beach: তাজপুর সমুদ্র সৈকত গ্রাম্য প্রকৃতির মধ্যে। পর্যটক গ্রাম্য পরিবেশে শহুরে কৃত্রিম আদব-কায়দা ভুলে গ্রাম্য প্রকৃতি সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চাইলে তাজপুর সমুদ্র সৈকত আদর্শ জায়গা।
সৈকত শী, তাজপুর: সমুদ্রপ্রেমী মানুষের প্রথম পছন্দ দিঘা। তবে দিন দিন দিঘায় ভিড় বাড়ছে।বড়দিনের ছুটিতে এখন থেকেই ভিড় শুরু হয়েছে। অন্যদিকে মন্দারমণি পর্যটকদের ভিড়ে প্লাবিত হয়। বড়দিনের ছুটিতে নিরিবিলি একাকী বা পরিবার বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে হলে চলে আসুন তাজপুর সমুদ্র সৈকতে। সমুদ্রপ্রেমী মানুষের জন্য তাজপুর আদর্শ জায়গা। তাজপুর সমুদ্র সৈকতে মানুষের ভিড় থাকে না খুব বেশি। যারা ভিড় এড়িয়ে সমুদ্র সৈকত উপভোগ করতে চায়, তাদের আসতেই হবে তাজপুর সমুদ্র সৈকতে।দিঘা সমুদ্র সৈকত জুড়ে ঝাউবন ক্রমশ হারিয়ে যাচ্ছে। পর্যটকেরা সমুদ্র সৈকতে ঝাউবনের মধ্যে হারিয়ে যেতে চাইলে তাজপুর সমুদ্র সৈকত হাতছানি দিয়ে ডাকছে।
জেলা বনদফতরের অধীনে থাকা ঝাউবন তাজপুরের সমুদ্র সৈকতকে অন্য মাত্রা দিয়েছে। জ্যোৎস্নার আলোয় তাজপুর সমুদ্র হয়ে ওঠে রূপবতী। হোটেলের ব্যালকনিতে বসে সেই রূপ দেখার অমোঘ আকর্ষণ পর্যটক ফেরাতে পারে না। আবার অন্ধকার রাতে সমুদ্রের ধারে হোটেলের ব্যালকনিতে বসে সমুদ্রের ডাক ও ঝাউবনের শোঁ শোঁ আওয়াজ পর্যটকদের হাতছানি দেয় অজানা রহস্যের।মন্দারমনি ও শংকরপুর সমুদ্র সৈকতের মাঝে অবস্থিত তাজপুর সমুদ্র সৈকত। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক থেকে দূরত্ব মাত্র ৭৫ কিলোমিটার। বাস বা ট্রেন দুটোতেই পৌঁছানো যায় তাজপুর সমুদ্র সৈকতে। মেচেদা থেকে দিঘাগামী বাসে করে বালিসাই-এ নেমে সেখান থেকে টোটো, ভ্যান এবং গাড়ি পাওয়া পাওয়া যায় তাজপুর সমুদ্র সৈকত যাওয়ার।
advertisement
advertisement
অন্যদিকে দিঘা হাওড়া রেলপথের দিঘাগামী এক্সপ্রেস ও লোকাল ট্রেনে রামনগর রামনগর স্টেশনে নেমে টোটো ভ্যান রিক্সা অটো ও ছোট গাড়ি করে তাজপুর সমুদ্র সৈকত যাওয়া যায়। এছাড়াও গাড়ি বুক করে সরাসরি তাজপুর সমুদ্র সৈকতে আসা যায়।কোথাও বেড়াতে গেলে যেটা প্রথমেই মাথায় আসে কোথায় থাকব? অনেকগুলি হোটেল ও রিসোর্ট গড়ে উঠেছে তাজপুর সমুদ্র সৈকত ঘিরে।হোটেলেপ্রতিদিনের রুম ভাড়া ১০০০ থেকে ৪০০০ টাকা। খাওয়া-দাওয়ার জন্য আলাদা মূল্য দিতে হবে। পর্যটকেরা চাইলে হোটেলের বাইরে খেতে পারে। আগে থেকে বুক না করলেও চলে কারণ তাজপুর সমুদ্র সৈকতে খুব একটা পর্যটকের ভিড় লক্ষ করা যায় না। ফলে এই সাধ্যমতো বাজেটে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে তাজপুরে।
advertisement
আরও পড়ুন : কম খরচে শীতের ছুটি কাটান পরিযায়ী পাখিদের সঙ্গে! জেনে নিন বেড়ানোর সেই ঠিকানা
সৈকতে লাল কাঁকড়ার উন্মুক্ত বিচরণ। কংক্রিটের জঙ্গল থেকে মুক্তি দেবে নির্জন, নিবিড় ও কোলাহলমুক্ত সৈকত তাজপুর। বড়দিনের ছুটি কিংবা শীতের সময় সপ্তাহান্তের দু’দিন তাজপুর সমুদ্র সৈকত আদর্শ বেড়ানোর জায়গা।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 23, 2023 8:33 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tajpur Sea Beach: দিঘা মন্দারমণির থিকথিকে ভিড় এড়িয়ে বড়দিনে নির্জন সমুদ্র ও ঝাউবনের টানে আসুন পাশেই এই সৈকতে