Mysterious Time Travel: রহস্য না ভৌতিক! দেশের এখানে গেলেই ২ বছর সামনে এগিয়ে যাবেন আপনি! আপনাআপনি পাল্টে যাবে ফোনের ঘড়ির সময়! জানুন কোথায়
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Mysterious Time Travel: পর্যটকদের দাবি, ওই এলাকায় গেলে বদলে যাচ্ছে সময়। এগিয়ে যেতে হচ্ছে আরও ২ বছর সামনে
এ যেন কল্পবিজ্ঞানের গল্প বা ফ্যান্টাসির ছবি বাস্তব হয়ে ধরা দিয়েছে। সেরকমই অভিজ্ঞতা হবে ঝাড়খণ্ডের তাইমারা উপত্যকায়। রাঁচি-জামশেদপুর জাতীয় সড়কের পাশে তাইমারা উপত্যকা অভিনব চমকে ভরা। অজ্ঞাত কারণে রামপুর এবং তাইমারা উপত্যকার একটি অংশ রহস্যময়তায় ভরা। পর্যটকদের দাবি, ওই এলাকায় গেলে বদলে যাচ্ছে সময়। এগিয়ে যেতে হচ্ছে আরও ২ বছর সামনে।
বলা হচ্ছে, ওই অংশে কেউ যদি তাঁর ফোন চেক করেন তাহলে সময় দেখাবে ২০২৩-এর বদলে ২০২৫। একলাফে সময় এগিয়ে যাচ্ছে পাক্কা ২ বছর। এমনকি, পাল্টে যাচ্ছে মোবাইলে ঘড়ির সময়ও। ওই জায়গায় পৌঁছনো মাত্র স্মার্টফোনের হোয়াটসঅ্যাপে আসছে ডেট-সেটিং মেসেজ।
সবুজে ঘেরা এই উপত্যকায় পথের ধারে একটি ছোট্ট মন্দির আছে। পর্যটকরা ওই মন্দিরে গিয়ে পুজো দিয়ে প্রার্থনা সারেন। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তায় মাঝে মাঝেই দেখা যায় সাদা শাড়ি পরা এক মহিলাকে। চালকরা তাঁকে বাঁচিয়ে ড্রাইভ করতে গেলেই দুর্ঘটনায় পড়ে গাড়ি। এই রুটে পর পর দুর্ঘটনা হওয়ার পর কিছু বছর আগে ওই মন্দির তৈরি করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন : শীতকাল মানেই রুটি বেগুনপোড়া? এই খাবার রোজ খেলে কী হয়, জানেন!
রাঁচি থেকে ৩০ কিমি দূরে এই উপত্যকায় পাহাড় ও বনানীর সৌন্দর্য থেকে চোখ ফিরিয়ে নেওয়া দুঃসাধ্য। চার লেনের রাস্তা দিয়ে ড্রাইভিং-এর সময় সেই সৌন্দর্য খুবই উপভোগ্য। বিশেষজ্ঞদের ধারণা, এই অঞ্চলের উপর দিয়ে কাল্পনিক কর্কটক্রান্তি রেখা যাওয়ার কারণেই এই রহস্যজনক ঘটনা ঘটে। কয়েক জন বিশেষজ্ঞ আবার মনে করেন উচ্চমাত্রার চৌম্বকীয় ক্ষেত্র বা এই অঞ্চলের রেডিয়েশন থেকেই এই রহস্যের জন্ম।
advertisement
রাঁচি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ্যার প্রধান ডক্টর বাছারাম ঝা সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘এই এলাকার চুনকি তাইমারা উপত্যকায় গ্র্যানাইট পাথরে চৌম্বকীয় বৈশিষ্ট্য আছে।’’ তাঁরও ধারণা, চৌম্বকীয় প্রভাবের জন্যই স্মার্টফোনের ঘড়ির সময় পাল্টে যায়। তবে এই রহস্য উন্মোচনে আরও গবেষণা প্রয়োজন। তাহলেই উদঘাটিত হবে সত্য।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 23, 2023 7:14 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mysterious Time Travel: রহস্য না ভৌতিক! দেশের এখানে গেলেই ২ বছর সামনে এগিয়ে যাবেন আপনি! আপনাআপনি পাল্টে যাবে ফোনের ঘড়ির সময়! জানুন কোথায়










