Ranga Alu Ros Pitha: রসে ডুবুডুবু, মুখে দিলেই গলে যাবে, বিশেষ 'আলুর' মিষ্টির রেসিপি জানুন !

Last Updated:

দুধপুলি, পুলি পিঠে, পাটিসাপটা- বছরের এই সময়টা সব বাড়িতেই বানানো হয়। আর শীতে নতুন গুড়, নতুন চালের গুঁড়ি দিয়ে বানানো পিঠে খেতেও বেশ ভাল লাগে।

+
রাঙা

রাঙা আলুর রস পিঠে 

মুর্শিদাবাদ: দুধপুলি, পুলি পিঠে, পাটিসাপটা- বছরের এই সময়টা সব বাড়িতেই বানানো হয়। আর শীতে নতুন গুড়, নতুন চালের গুঁড়ি দিয়ে বানানো পিঠে খেতেও বেশ ভাল লাগে। তবে বাড়িতে তৈরি করে নিন রাঙা আলুর রস পিঠে।
কিন্তু কিভাবে তৈরি করবেন এই পিঠে। জানুন বিস্তারিত!
৭৫০ গ্রাম রাঙাআলু সিদ্ধ করে নিতে হবে। এবার খোসা ছাড়িয়ে রেখে দিন ১৫ মিনিট। রাঙা আলু সেদ্ধ করতে হবে তবে খুব যেন সেদ্ধ না হয় তালে নদখতে অসুবিধা হবে। সেদ্ধ টা পারফেক্ট হওয়া দরকার।
advertisement
আরও পড়ুন Makar Sankranti Pithe: এটা পিঠে না রুটি? মকর সংক্রান্তিতে তৈরি হয় এই বিশেষ ডিশ!
এরপরে, রাঙ্গা আলু খোসা ছাড়িয়ে চোটকে নিতে হবে যেন একদম গুটলি না থাকে এক চুটকি জাবিত্রী, নুন আর খুব অল্প চিনি আর অল্প অল্প আটা দিয়ে মেখে নিতে হবে খুব বেশি আটা দেওয়া চলবে না এবার ঘি হাত দিয়ে মেখে নিতে হবে আলুর।
advertisement
কড়াইতে নারকেল কোরা নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো পাটালি গুড় মিশিয়ে খুব ভালো করে পুর বানিয়ে নিতে হবে। প্রয়োজনে গুঁড়ো দুধ আর চিনি মিশিয়ে নিতে পারেন।
রাঙাআলু বা লাল আলু খুব ভাল করে মেখে নেওয়ার পর ওর মধ্যে সামান্য নুন আর চার চামচ ময়দা মিশিয়ে নিন। এবার দুটো মিশিয়ে খুব ভালো করে মেখে নিন। এবার এটা বাটির শেপে গড়ে নিয়ে ভিতরে নারকেলের পুর ভরে দিন। এবার মুখ ভাল করে বন্ধ করে নিন। এবার হাই ফ্লেমে পুলি খয়েরি করে ভেজে নিতে হবে।
advertisement
মাখা রাঙা আলুর থেকে লেচি কেটে নিতে হবে এবার ওই খোয়ার পুর ভোরে ভালো করে বন্ধ করে পিঠের আকার দিতে হবে। এবার অন্য একটি পাত্রে জল দিয়ে ২০০ গ্রাম পাটালি দিয়ে রস বানিয়ে নিতে হবে। এবার এই গরম রসে পুলি ডুবিয়ে দিন। এবার গরম গরম রাঙা আলুর রস পিঠে পুলি খেতে পারেন বা ঠাণ্ডা করে নিয়েও খেতে পারেন। ১৫ মিনিট ডুবিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে আপনার প্রীয় খাবার রাঙাআলুর রসপুলি পিঠে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ranga Alu Ros Pitha: রসে ডুবুডুবু, মুখে দিলেই গলে যাবে, বিশেষ 'আলুর' মিষ্টির রেসিপি জানুন !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement