Green Mangoes Amsatta Recipe: পাকা আমের আমসত্ত্বকে ১০ গোল দেবে কাঁচা আমের আমসত্ত্ব! কী ভাবে বানাবেন

Last Updated:

টাটকা কাঁচা আম গাছ থেকে পেরে আমসত্ত্ব বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। কাঁচা আমসত্ত্ব স্বাদ এতটাই বেশি যে, পাকা আমসত্ত্ব খেতে ভুলে যাবেন।

+
কাঁচা

কাঁচা আমের তৈরি আমসত্ত্ব

হাওড়া: পাকা আমসত্ত্বকে ১০ গোল দেবে কাঁচা আমের আমসত্ত্ব! পাকা আমের আমসত্ত্ব সকলের পরিচিত। তবে এই কাঁচা আমসত্ত্ব একবার চেখে দেখলে ভুলে যাবেন পাকা আমসত্ত্ব’র স্বাদ। কাঁচা আম সত্ত্ব শুনতে অবাক মনে হলেও টক মিষ্টি স্বাদের এই আম সত্ত্ব জিভে জল আনবে। সহজ উপায়ে তৈরি কাঁচা আমসত্ত্ব স্বাদে অতুলনীয়। টক ঝাল মিষ্টি স্বাদের এই কাঁচা আমসত্ত্ব মুখরোচক, মুখের রুচি ফেরানোর পাশাপাশি চাটনি তৈরিতেও দারুন উপযোগী এই আমসত্ত্ব। সহজ উপায়ে এই আম সত্ত্ব একবার বানিয়ে দীর্ঘদিন মজুত রেখে খাওয়া যেতে পারে। বিশেষ করে পাকা আমসত্ত্ব এক ঘেঁয়েমি ভাব কাটাতে এই কাঁচা আমসত্ত্ব’র জুড়ি নেই।
গ্রামাঞ্চলে টাটকা কাঁচা আম গাছ থেকে পেরে আমসত্ত্ব বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। কাঁচা আমসত্ত্ব স্বাদ এতটাই বেশি যে, পাকা আমসত্ত্ব খেতে ভুলে যাবেন।
উপকরণ: এর জন্য প্রয়োজন অল্প উপকরণ। কম ঝামেলাতেই বানিয়ে নেওয়া সম্ভব কাঁচা আমসত্ত্ব। ৫০০ গ্রাম কাঁচা আম, ২০০-২৫০ গ্রাম চিনি (স্বাদ মত), ১-২ টি শুকনো লঙ্কা, ১ চামচ জিরে, ১ চামচ ধনে এবং সামান্য লবণ। মশলা শুকনো পাত্রে ভেজে মিহি করে গুঁড়ো করে নিন।
advertisement
advertisement
প্রণালী: প্রথমে কাঁচা আম ভাল করে পরিষ্কার করে ধুয়ে খোলা ছড়িয়ে শাঁস অংশ ছোট ছোট করে কেটে নিন। এবার আম লবণ দিয়ে সিদ্ধ করে মিক্সিতে বা যে কোনও উপায়ে ভাল করে মিহি করে নিন। এর পর পরিমাণ চিনি এবং পরিমাণ মত ভাজা মশলা (লঙ্কা জিরে ধনে) গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন। এবার গরম পাত্রে অল্প আঁচে ভাল করে নেড়ে নিন। মিশ্রণ একটি গাঢ় হয়ে এলে নামিয়ে নিন।
advertisement
মিশ্রণ তৈরি হলে, একটি চিটকে প্লেট বা ট্রে’তে তেল মাখিয়ে নেওয়ার পর মিশ্রণ ঢেলে ঠান্ডা করে রোদে শুকিয়ে নিন। এবার ১-২ দিন রোদে শুকিয়ে নিলেই তৈরি কাঁচা আমসত্ত্ব। আমসত্ত্ব তৈরি হলেই ভাল এয়ার টাইট পাত্রে রেখে প্রয়োজন মত নিয়ে ব্যবহার করুন। এই আমসত্ত্ব একটু ভাল করে শুকিয়ে পাত্রে রাখলে নিশ্চিন্তে কয়েক মাস রেখে খাওয়া যেতে পারে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Green Mangoes Amsatta Recipe: পাকা আমের আমসত্ত্বকে ১০ গোল দেবে কাঁচা আমের আমসত্ত্ব! কী ভাবে বানাবেন
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement